#মুম্বই: বেঁচে থাকলে এখন তাঁর বয়স হত ৮৯ বছর। অবশ্য ২০০৫ সালের ১২ জানুয়ারি অমরিশ পুরির (Amrish Puri) মৃত্যু ভক্তদের কাছে একটা তারিখ ছাড়া আর কিছুই নয়। তাঁর অভিনীত চরিত্রগুলোর মধ্যে দিয়ে তিনি এখনও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভাবেই বর্তমান ভারতীয় ছায়াছবির ইতিহাসে। আর শুধু বলিউড-ই বা কেন! সমুদ্র পেরিয়ে হলিউডেও পৌঁছে গিয়েছিল তাঁর খ্যাতি। ১৯৮২ সালের রিচার্ড অ্যাটেনবরো (Richard Attenborough) গান্ধী (Gandhi) বা ১৯৮৪ সালের স্টিভেন স্পিলবার্গ (Steven Spielberg) পরিচালিত ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য টেম্পল অফ ডুম (Indiana Jones and the Temple of Doom)- পুরির অভিনয় ভোলা যায় না।
সত্যি বলতে কী, এটাই ছিল পুরির প্রতিভার সব চেয়ে বড় বৈশিষ্ট্য। গমগমে কণ্ঠস্বর আর স্ক্রিন অ্যাপিয়ারেন্স দিয়েই দর্শকের মনে প্রথম দেখাতেই একটা জায়গা করে নিতেন তিনি। এর পর সেই জায়গা চিরস্থায়ী হয়ে যেত অভিনয়ের গুণে। সাধে কী আর পৃথ্বী থিয়েটারে নাটকের মাধ্যমে অভিনয় শুরু করে ৩৮ বছরের কেরিয়ারে ৪৫০ ছবিতে অভিনয়ের রেকর্ড গড়ে ফেলেন তিনি!
মৃত্যুবার্ষিকীতে পুরি অভিনীত এই বিশালসংখ্যক ছবির মধ্যে থেকে ফিরে দেখা যাক ৫ কিংবদন্তি চরিত্রকে!