corona virus btn
corona virus btn
Loading

পুরনো যন্ত্রণায় ভুগছেন অমিতাভ, ব্লগে লিখলেন ব্যথার কথা...

পুরনো যন্ত্রণায় ভুগছেন অমিতাভ, ব্লগে লিখলেন ব্যথার কথা...
Twitter

এই তো ঠিকই হয়েছিলেন ৷ বিরাট-অনুষ্কার রিসেপশেন এসে বেশ মজাও করেছেন তিনি ৷

  • Share this:

#মুম্বই: এই তো ঠিকই হয়েছিলেন ৷ বিরাট-অনুষ্কার রিসেপশেন এসে বেশ মজাও করেছেন তিনি ৷ অনুষ্কার সঙ্গে রসিকতাতেও মেতে উঠেছিলেন অমিতাভ ৷ তারপরই এই অবস্থা ? আর সেকথা নিজেই ব্লগে শেয়ার করলেন অমিতাভ বচ্চন ৷

ব্লগে অমিতাভ লিখলেন, ‘একটা পুরনো কাঁধের ব্যথা ফের ফিরে এসেছে ৷ যা প্রতিনিয়ত বেড়েই চলেছে ৷ সম্প্রতি একটি সিনেমার শ্যুটিংয়ে পাওয়া চোট এই ব্যথাকে যেন আরও বেশি দৃঢ় করেছে ৷ ডাক্তার বলেছে, ঠিক মতো কেয়ার না করলে মহা বিপদ !’

‘ঠগস অফ হিন্দুস্থান’ ছবির শ্যুটিংয়ে মারাত্মক চোট পেয়েছিলেন বাঁ কাঁধে। শটের প্রয়োজনে বার বার ভারী জিনিস তুলতে হচ্ছিল। তখনই বাম কাঁধের রোটর কাপ ছিঁড়ে যায়। সঙ্গে সঙ্গে আইস কমপ্রেস করে স্লিং দেওয়া হয়।

এর আগেও একই জায়গায় একই রকমভাবে চোট পেয়েছিলেন তিনি। তখন বয়সটাও কম ছিল। তাই সেরে গিয়েছিল ঠিকঠাক ওষুধপথ্যের গুণে।

First published: December 28, 2017, 3:51 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर