হোম /খবর /বিনোদন /
ফোন থেকে সরিয়ে নেওয়া হল অমিতাভের গলা ! বদলে করোনা বার্তায় নতুন মহিলা কণ্ঠ

ফোন থেকে সরিয়ে নেওয়া হল অমিতাভের গলা ! বদলে করোনা বার্তায় নতুন মহিলা কণ্ঠ

photo source collected

photo source collected

দিল্লি হাইকোর্টে অমিতাভের গলা সরিয়ে নেওয়ার আবেদন পর্যন্ত করা হয়। এর পরই অমিতাভের ব্যারিটোন গলা সরিয়ে নেওয়া হয় কলারটিউন থেকে।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: করোনা দেশে হানা বসানোর পর নানাভাবে মানুষকে সচেতন করা শুরু করেছে ভারত সরকার। পোস্টার, টিভিতে বিজ্ঞাপন, ফোনে কলার টিউন সেট করে দেওয়া হচ্ছিল করোনা সচেতনতা বার্তা। আর সেই বার্তায় গলা দিয়েছিলেন অমিতাভ বচ্চন। এর এই নিয়েই মানুষের রাগ। অনেকেই বলতে থাকেন, 'অমিতাভের নিজের করোনা হয়েছে তাঁর কথা আমরা কেন শুনবো?' আবার কেউ বলেন, 'ফোন করলেই এক কথা বিরক্ত লাগছে।' এক আর্মি অফিসার তো কল সেন্টারে ফোন করে ঝামেলাও করে বসেন। শুধু তাই নয় দিল্লি হাইকোর্টে অমিতাভের গলা সরিয়ে নেওয়ার আবেদন পর্যন্ত করা হয়। এর পরই অমিতাভের ব্যারিটোন গলা সরিয়ে নেওয়া হয় কলারটিউন থেকে।

অমিতাভের কণ্ঠে এত দিন শোনা যেত, 'যবতক দাওয়াই নেহি, তবতক ঢিলাই নেহি' সঙ্গে কোভিড সতর্কতা। কিন্তু দিল্লি হাইকোর্টে আবেদনের এক সপ্তাহের মধ্যেই অভিনেতার গলা সরিয়ে এক মহিলা কণ্ঠস্বর শোনানো শুরু হল। নতুন মহিলার গলায় শোনা যাচ্ছে, ‘‘করোনার টিকা নতুন বছরে নতুন আশার বার্তা নিয়ে এসেছে। ভারতে তৈরি টিকা সুরক্ষিত, কার্যকর ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে।’ এর পরই শোনা যায় নতুন জনসচেতনতার নতুন স্লোগান ‘দাওয়াই ভি কড়াই ভি।’’ তবে সতর্কবার্তা সরানো হবে না। তাই যারা বিদ্রোহ করেছিলেন তাঁদের আখেরে লাভ কিছু হল না। শুধু মাত্র বদলে গেল ব্যারিটোন গলা।

Published by:Piya Banerjee
First published: