Home /News /entertainment /
অমিতাভকে থাপ্পড় মেরেছিলেন এই অভিনেত্রী, কারণ...

অমিতাভকে থাপ্পড় মেরেছিলেন এই অভিনেত্রী, কারণ...

 • Share this:

  #মুম্বই: অমিতাভ বচ্চন ৷ বলিউডের শহেনশাহ ৷ সেই শহেনশাহকে থাপ্পড় মেরেছিলেন এক অভিনেত্রী ! অনেক বছর পর সেই কথা জানালেন তিনি ৷ ছবির তৈরির সময় সেটে ঘটে অনেক কিছুই ৷ তৈরি হয় অনেক গল্প ৷ কিন্তু সেই সব ঘটনা কখনও সামনে আসে, কখনও অজানাই থেকে যায় ৷ ইদানিং সংবাদমাধ্যমের দৌলতে যদিও বা এমন অনেক ঘটনা জানা যায়, যা পুরনোদিনে একেবারেই জানা যেত না ৷ এমনই এক ঘটনা হল অমিতাভের থাপ্পড় খাওয়া...যা এতদিন পর সামনে এল !

  রেশমা অউর শেরা ছবির জন্য ওহাদিয়া রহমান অমিতাভ বচ্চনকে থাপ্পড় মারেন৷ ছবিতেই এমন একটি সিন ছিল৷ এবং শ্যুটিং শুরু হওয়ার আগেই অভিনেত্রী অমিতাভকে জানিয়েছিলেন যে তিনি বেশ জোড়েই থাপ্পড় মারতে যাচ্ছেন বিগ-বিকে৷ লাইট, ক্যামেরা, অ্যাকশন বলার পরই কষিয়ে অমিতাভের গালে থাপ্পড় লাগান ওহাদিয়া৷ শ্যুট শেষে তিনি অমিতাভকে যখন জিজ্ঞাসা করেন যে কতটা লাগেছে, বিগ-বি উত্তর দেন যে বেশ ভাল জোড়েই লেগেছে তাঁর!

  সম্প্রতি একটি জনপ্রিয় শোয়ে এসেছিলেন পুরনো দিনের তিন অভিনেত্রী৷ ওহাদিয়া রহমান, আশা পারেখ ও হেলেন৷ এই শোতেই এসেই এই ঘটনাটি জানিয়েছেন রেশমা অউর শেরার অভিনেত্রী ওহাদিয়া৷

  দেখুন কী বলেছেন তিনি---

  First published:

  Tags: Amitabh Bachchan, অমিতাভ বচ্চন

  পরবর্তী খবর