#মুম্বই: কী কাণ্ড ! কী কাণ্ড ! শেষমেশ অমিতাভের বাড়িতে এমনটা ঘটবে তা কখনও স্বপ্নেও ভাবতে পারেনি কেউ ৷ কিন্তু এই করোনা কত কি দেখিয়ে দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে !
কাণ্ডটা হল, করোনা মোকাবিলায় লকডাউনে এখন ঘরবন্দি সেলেব থেকে সাধারণ ৷ সোশ্যাল নেটওয়ার্কিই এখন ভরসা সেলেবদের ফ্যানদের সঙ্গে যোগাযোগের জন্য ৷ আর তাই তো বলিউড শহেনশাহ অমিতাভও এখন সোশ্যাল নেটওয়ার্কে তুমুল ব্যস্ত ৷ এই যেমন অমিতাভ সম্প্রতি ট্যুইট করে জানালেন, তাঁর বাড়ি জলসার থার্ড ফ্লোরে তাঁর ঘরে এসে হাজির হয়েছিল বাদুর ! বিগবির ঘরে ঢুকে বাদুর নাকি কিছুতেই বের হতে চাইছিল না ৷ অবশেষে অনেক কষ্টে বাদুরকে নিজের রুম থেকে বার করলেন অমিতাভ ৷T 3510 - Ladies and gentlemen of the Jury .. news of the hour .. BREAKING NEWS .. would you believe it .. A Bat , a चमगादर has come into my room .. in Jalsa .. on the 3rd floor .. in my Den .. 😯😯 badi mushkil se use bahar nikala .. Corona peecha chodh hi nahin raha !!!
— Amitabh Bachchan (@SrBachchan) April 25, 2020