Home /News /entertainment /
কাহানি-২তে নাকি আছেন অমিতাভও !

কাহানি-২তে নাকি আছেন অমিতাভও !

Film Still From TEEN

Film Still From TEEN

সুজয় ঘোষের কাহানি ২ ধীরে ধীরে উত্তেজনার পারদ তুলছে ৷ ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকেই এই ছবি নিয়ে নানা মহলে আলোচনা শুরু ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: সুজয় ঘোষের কাহানি ২ ধীরে ধীরে উত্তেজনার পারদ তুলছে ৷ ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকেই এই ছবি নিয়ে নানা মহলে আলোচনা শুরু ৷ নতুন কাহানিতে সুজয় কেমন গল্পের মারপ্যাঁচ রেখেছেন সেটা জানার জন্য সবাই অপেক্ষায় ! আর তাই তো রোজই কাহানি ২ নিয়ে নতুন নতুন খবর আসছে বলিউডে !

  টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, সুজয়ের কাহানি ২-তে নাকি দেখা যেতে পারে অমিতাভ বচ্চনকেও ৷ ছবির প্রোমোশনে এরকমই ইঙ্গিত দিলেন পরিচালক সুজয় ঘোষ৷ সুজয়ের কথায়, ‘আমার সব সিনেমাতেই অমিতাভ বচ্চন থাকেন ও থাকবেন ৷ সুতরাং কাহানি ২-তেও এই নিয়ম মেনে চলা হবে ৷’

  কাহানি ছবিতে অভিনয় না করলেও, অমিতাভ বচ্চন গেয়েছিলেন রবি ঠাকুরের ‘একলা চলো রে’ গান ৷ তবে কাহানি ২তে কীভাবে অমিতাভকে পাওয়া যাবে, তা এখনও জানা যায়নি ৷ এমনকী, ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর অমিতাভ ট্যুইটও করেছিলেন ছবির জন্য শুভেচ্ছা জানিয়ে ৷

  ওয়ান্টেড দুর্গারানি সিং ! বিদ্যা বালনের এই পোস্টারে ছয়লাপ গোটা শহর ৷ তা দেখে কাহানি ২ নিয়ে কৌতুহলে পড়েছিল পারদ ৷ টুকটাক মুক্তি পেয়েছিল ছবির টিজারও ৷ কিন্তু আসল রহস্যের মারপ্যাঁচটা দেখা গেল ছবির ট্রেলারেই ! প্রকাশ্যে এল পরিচালক সুজয় ঘোষের কাহানি ২-এর ট্রেলার ৷ আর ট্রেলারেই পুরো আকর্ষণটা কেড়ে নিলেন সুজয় ৷

  ছবিতে বিদ্যা বালন রয়েছেন দুই নামে? এক বিদ্যা, আরেক দুর্গারানি সিং ৷ বিদ্যা এক মেয়ে মা, যার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ আর দুর্গারানি একজন কিডন্যাপার ও খুনি ৷ তদন্তে নামেন পুলিশ অফিসার অর্জুন রামপাল ৷ হাতে আসে বিদ্যার লেখা একটা ডায়েরি ! ব্যস, গল্পের প্যাঁচ শুরু সেখানে থেকেই ৷

  ছবির ট্রেলার দেখে খুশি অমিতাভ বচ্চনও ৷ তিনি করেছেন ট্যুইট !

  First published:

  Tags: Amitabh Bachchan, Bollywood, Kahani 2

  পরবর্তী খবর