#মুম্বই: গোটা বলিউড মেতে উঠেছে হোলির আনন্দে ৷ প্রিয়াঙ্কা-নিক থেকে দীপিকা, আলিয়া, বরুণ ধাওয়ান ৷ সবাই ইনস্টাগ্রামে শেয়ার করছেন হোলির শুভেচ্ছা ৷ তবে বিগবি হোলির শুভেচ্ছাতে দেখালেন অভিনবত্ব !
নিজের ইনস্টাগ্রামে বিগবি শেয়ার করলেন পুরনো দিনের একটি ছবি ৷ যেখানে দেখা গিয়েছে, ছোট্ট অভিষেককে সঙ্গে নিয়ে রং খেলছেন অমিতাভ ৷ সঙ্গে জয়া বচ্চনও ৷
বলিউডে হোলির গান মানেই ‘সিলসিলা’র ‘রং বরসে’ ৷ যে গানে পর্দায় আগুন ধরিয়ে ছিলেন রেখা ও অমিতাভ জুটি ৷ তবে এই ছবি একেবারেই বাস্তবের ৷
দেখুন অমিতাভের পোস্ট করা হোলির ছবি---
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amitabh Bachchan, Holi, Instagram, Jaya bachchan