#মুম্বই: বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন মঙ্গলবার বান্টি অউর বাবলি ছবির ১৫ বছর পূরণে এক চরম অনুভূতির কথা শেয়ার করলেন ৷ ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে প্রথমবার বড় পর্দায় কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেছেন বিগ বি ৷ শাদ আলির নির্দেশনায় ২০০৫ সালে বান্টি অউর বাবলি ছবিতে অমিতাভ বচ্চন ছাড়াও অভিনয় করেছেন অভিষেক বচ্চন ও রানি মুখোপাধ্যায় ৷
T 3543 - 15 years .. "Bunty Aur Babli " ... my first film with Abhishek .. such fun .. and what a team .. !! .. and 'kajaraare .. on all our stage shows .. yoo hooo .. pic.twitter.com/9a4gkjGnsK
— Amitabh Bachchan (@SrBachchan) May 26, 2020
এই ছবিতেই অমিতাভ বচ্চনের বউমা ঐশ্বর্য রাই বচ্চনকে কাজরা রে কাজরা রে গানে সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে ৷ বিগ বি ট্যুইটারে অভিষেক ও ঐশ্বর্যর বান্টি অউর বাবলির স্টেজ শোয়ের একটি ছবি শেয়ার করে লিখেছেন ছবি 'বান্টি অউর বাবলির ১৫ বছর, অভিষেকের সঙ্গে আমার প্রথম ছবি বেশ মজা পেয়েছিলাম দুর্দান্ত টিম ছিল ৷' সুখের স্মৃতিচারণে বিগ বি ৷
বান্টি অউর বাবলি ছাড়াও একসঙ্গে অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন অভিনয় করেছেন সরকার, কভি আলবিদা না কহেনা ও পা ছবিতে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।