corona virus btn
corona virus btn
Loading

বোমায় পোড়া হাতের ছবি পোস্ট করলেন অমিতাভ বচ্চন, লিখলেন, ‘অসাড় আঙুল !’

বোমায় পোড়া হাতের ছবি পোস্ট করলেন অমিতাভ বচ্চন, লিখলেন, ‘অসাড় আঙুল !’

এই লকডাউনের বাজারে ফ্যানদের কাছে পৌঁছতে সেলেবদের একটাই হাতিয়ার সোশ্যাল মিডিয়া ৷

  • Share this:

#মুম্বই: এই লকডাউনের বাজারে ফ্যানদের কাছে পৌঁছতে সেলেবদের একটাই হাতিয়ার সোশ্যাল মিডিয়া ৷ লকডাউনে ঘরে বসে তাই প্রত্যেক সেলেবই নিজের মতো করে পোস্ট করে যাচ্ছেন, নিজেদের দিনযাপনের কথা ৷ এমনকী, বলিউড শহেনশাহ বিগবি-ও কিছু কম যান না এব্যাপারে ৷

সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকেই অমিতাভ একটু বেশিই অ্যাক্টিভ ইনস্টাগ্রাম, ট্যুইটারে ৷ প্রায় সর্বক্ষণ আপডেট চলছেই ৷ এই যেমন, কিছুদিন আগে অমিতাভ জানিয়েছিলেন তাঁর ঘরের ভিতর রাত-বিরেতে ঢুকে পড়েছিল  বাদুর ৷ আর এবার তো হঠাৎই ইনস্টাগ্রামে পোস্ট করে ফেললেন নিজের হাতের আঙুলের ছবি ৷

তা হঠাৎ আঙুলের ছবি কেন?

ইনস্টাগ্রামে হাতের আঙুলের ছবি পোস্ট করে অমিতাভ লিখলেন, ‘আঙুল... মানবদেহের এমন একটা অঙ্গ, যা কিনা পুনরায় গঠন করা খুব কঠিন ৷ এই আঙুল সব সময় চায় মুভমেন্ট ৷ যদি তাঁদের চলন বন্ধ হয়, তাহলে তা অসাড় হয়ে যায় ৷ গত বছর দিওয়ালির বোমায় হাতের আঙুল পুড়ে গিয়েছিল ৷ আমার আঙুলগুলো চালাতে পারতাম না, অসাড় হয়েছিল ৷ প্রায় ২ মাস ধরে সাড় ছিল না আমার হাতের আঙুলে ৷ ধন্যবাদ অপারেশন ব্যবস্থাকে ৷ অনেক কষ্টে আমার আঙুলের সেন্স ফিরে পেয়েছি৷ ’

দেখুন অমিতাভের সেই পোস্ট----

Published by: Akash Misra
First published: May 14, 2020, 10:38 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर