#মুম্বই: লকডাউনে থেকে একেবারেই নস্ট্যালজিক হয়ে পড়েছেন অমিতাভ বচ্চন ৷ তাই তো সুযোগ পেলেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চলেছেন পুরনো সব ছবি ৷ কখনও নিজের পুরনো ছবির শ্যুটিংয়ের স্টিল ৷ কখনও আবার ছেলে-মেয়ের বাচ্চাবেলার ছবি ৷ কখনও আবার জয়ার সঙ্গে প্রেমের গল্পও শেয়ার করেন বিগবি ৷
গতকালই অমিতাভ তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন ‘অমর আকবর অ্যান্টনি’র শ্যুটিং ফ্লোরের ছবি ৷ আর এবার অমিতাভ যেন আরও বেশি নস্ট্যালজিক হয়ে পড়লেন ৷ এবার ইনস্টাগ্রামে শেয়ার করলেন, তাঁর নিজের দুটি ছবি ৷ একটা কভি কভি সিনেমার স্টিল অন্যটা গুলাবো সিতাবো ৷
ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করে অমিতাভ লিখলেন, ‘প্রথম ছবিটা শ্রীনগর, কাশ্মীরের ৷ কভি কভি সিনেমায় কভি কভি মেরে দিল মে...গানটির শ্যুটিংয়ে ৷ আর আরেকটি ছবি গুলাবো সিতাবো-র বনকে মাদারি কা বন্দর ! ৪৪ বছর পর ৷ কী ছিলাম, কী হয়ে গেলাম !’
দেখুন অমিতাভের সেই পোস্ট---
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amitabh Bachchan, Bollywood