• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল অমিতাভের প্রিয় গুলমোহর গাছ, এর নীচেই বিয়ে করেছিলেন ঐশ্বর্য-অভিষেক !

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল অমিতাভের প্রিয় গুলমোহর গাছ, এর নীচেই বিয়ে করেছিলেন ঐশ্বর্য-অভিষেক !

কত একলা থাকার বিকেলে অমিতাভের সঙ্গ দিয়েছে এই কৃষ্ণচূড়া ৷ সেই গাছ হঠাৎ করে বিদায় জানাল !

কত একলা থাকার বিকেলে অমিতাভের সঙ্গ দিয়েছে এই কৃষ্ণচূড়া ৷ সেই গাছ হঠাৎ করে বিদায় জানাল !

কত একলা থাকার বিকেলে অমিতাভের সঙ্গ দিয়েছে এই কৃষ্ণচূড়া ৷ সেই গাছ হঠাৎ করে বিদায় জানাল !

 • Share this:

  #মুম্বই: গুলমোহর অর্থাৎ কৃষ্ণচূড়া গাছটির বয়স প্রায় ৪৩ ৷ এই গাছের সঙ্গে অমিতাভ বচ্চনের পরিবারের অনেক স্মৃতি জড়ানো ৷ প্রত্যেক মরসুমে লাল রঙের ফুলে যখন ভরে যেত গাছটি, গোটা বাড়ি যেন নতুন রূপ পেত ৷

  শুধু কী তাই, এই গাছের তলাতেই খেলা করে বড় হয়েছে অভিষেক, শ্বেতা ৷ খেলা করেছে ছোট্ট আরাধ্যাও ৷ কত একলা থাকার বিকেলে অমিতাভের সঙ্গ দিয়েছে এই কৃষ্ণচূড়া ৷ সেই গাছ হঠাৎ করে বিদায় জানাল !

  Photo: Amitabh Bachchan Blog Photo: Amitabh Bachchan Blog

  নিজের ব্লগে প্রিয় গুলমোহর গাছ নিয়ে লিখতে বসে রীতিমতো আবেগে ডুব দিলেন অমিতাভ বচ্চন ৷ সেই ৪৩ বছরের সঙ্গী ভারী বৃষ্টির তেজ সহ্য করতে পারল না ৷ দাঁড়িয়ে থাকতে পারল না তাঁর পুরনো মাটি কামড়ে, শিকড়ের জোরে ৷ মাটিতেই লুটিয়ে পড়ল আর চোখের সামনে শেষ হল যেন এক সম্পর্কের ৷ অমিতাভ তাঁর ব্লগে লিখলেন, কীভাবে বিদায় জানাব তোমাকে.... আমার প্রিয় গুলমোহর !

  Published by:Akash Misra
  First published: