হোম /খবর /বিনোদন /
পড়শি হবেন সানি লিওনে, ৩১ কোটিতে প্রাসাদোপম ডুপ্লেক্স কিনলেন অমিতাভ

Amitabh Bachchan: পড়শি হবেন সানি লিওনে, ৩১ কোটিতে প্রাসাদোপম ডুপ্লেক্স কিনলেন বিগ বি

অমিতাভ বচ্চন, ছবি-ফেসবুক

অমিতাভ বচ্চন, ছবি-ফেসবুক

৫১৮৪ বর্গফুট আয়তনের ওই ভূসম্পত্তি তিনি ডিসেম্বরেই কিনেছেন বলে শোনা গিয়েছে ৷ তবে নথিভুক্ত করেছেন এপ্রিলে ৷

  • Last Updated :
  • Share this:

মুম্বই : ৩১ কোটি টাকা দিয়ে প্রাসাদোপম ডুপ্লেক্স কিনলেন অমিতাভ বচ্চন ৷ ৫১৮৪ বর্গফুট আয়তনের ওই ভূসম্পত্তি তিনি ডিসেম্বরেই কিনেছেন বলে শোনা গিয়েছে ৷ তবে নথিভুক্ত করেছেন এপ্রিলে ৷ তাঁকে স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে ৬২ লক্ষ টাকা ৷ তার থেকে অনুমান করা হচ্ছে সম্পত্তির প্রতি বর্গফুট পিছু দাম ৬০ হজার টাকা ৷

খবরে প্রকাশ, এক বহুতলের ২৭ ও ২৮ তলা জুড়ে রয়েছে বিগ বি-র নতুন ডুপ্লে ৷ কার পার্কিং রয়েছে ৬ টি ৷ ওই একই কমপ্লেক্সে নাকি সানি লিওনেও একটি সম্পত্তি কিনতে চলেছেন ৷ তাঁর সম্পত্তির দাম আনুমানিক ১৬ কোটি টাকা ৷ পরিচালক আনন্দ এল রাই-ও নাকি ওই একই আবাসনে ২৫ কোটি টাকায় একটি ডুপ্লেক্স কিনেছেন ৷

জুহুতে ‘জলসা’ বাংলোয় সপরিবার থাকেন অমিতাভ৷ এছাড়াও তাঁর ‘প্রতীক্ষা’, ‘জনক’ এবং অন্যান্য বিলাসবহুল বাসভবন আছে ৷ কিছুদিন আগে বচ্চন সংবাদমাধ্যমে জানান, তিনি প্রযোজক এন সি সিপ্পির কাছ থেকে ‘জলসা’ কিনে নতুন করে সাজিয়ে নিয়েছিলেন ৷ এপ্রিলে টুইট করে বচ্চন বলেন, ‘প্রযোজক এন সি সিপ্পির এই বাড়িতে ‘চুপকে চুপকে’, ‘আনন্দ’, ‘নমক হারাম’, ‘সত্তে পে সত্তা’-সহ বেশ কিছু ছবির শুটিং হয়েছে ৷ পরে আমি বাড়িটি কিনে নতুন করে তৈরি করি ও সাজাই ৷ সেই বাড়িই আজকের জলসা বাংলো৷’

অমিতাভের এখনও অবধি শেষ ছবি ‘গুলাবো সিতারো’ মুক্তি পেয়েছিল ওয়েব দুনিয়ায় ৷ এছাড়াও ‘চেহরে’, ‘ঝুন্ড’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘মে ডে’, ‘গুডবাই’-সহ তাঁর বেশ কিছু ছবি রয়েছে মুক্তির অপেক্ষায় ৷

লকডাউনে কিছু দিন আগেও সমালোচিত হয়েছিলেন অমিতাভ ৷ নেটিজেনরা অভিযোগ করেছিলেন তিনি কোভিডত্রাণে যথেষ্ট ব্যয় করছেন না ৷ এর পর নিজের ব্লগে অমিতাভ জানান, তিনি অতিমারিতে অনাথ হয়েছে এমন দুই শিশুকে দত্তক নিয়েছেন ৷ পাশাপাশি জানান, তিনি ও তাঁর পরিবারের সদস্যরা গত কয়েক বছরে কোথায় কোথায় আর্থিক সাহায্য করেছেন ৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Amitabh Bachchan, Duplex, Juhu, Mumbai