corona virus btn
corona virus btn
Loading

বিরুষ্কার রিসেপশেন চমক দিলেন বিগবি !

বিরুষ্কার রিসেপশেন চমক দিলেন বিগবি !
Facebook

বিরুষ্কার রিসেপশন নিয়ে তোলপাড় খবরের দুনিয়া ৷ কথা কথায় নানা আপডেট ৷

  • Share this:

#মুম্বই: বিরুষ্কার রিসেপশন নিয়ে তোলপাড় খবরের দুনিয়া ৷ কথা কথায় নানা আপডেট ৷ সেলেব আসছেন, হাসছেন, ছবি তুলছেন, চলে যাচ্ছেন ৷ ব্যস ৷ কিন্তু বলিউডের শহেনশাহ-র এটুকুতে স্বাদ মেটে না, তাই বিরুষ্কার রিসেপশনেও চমক দিতে ভুললেন না বিগবি ! আর এমন চমক দিলেন, যে হতবাক বিরাট-অনুষ্কা !

বিরুষ্কার রিসেপশনে গিয়ে পৌছলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন ও ঐশ্বর্য ৷ আর বিরাট-অনুষ্কার কাছে গিয়েই একেবারে হাত জড়ো করে নমস্কার ! অমিতাভের এরকম কীর্তি দেখে হতবাক বিরাট ৷ তবে পুরো ব্যাপারটা সামলে নিলেন অনুষ্কা শর্মা ৷ তিনি শুধু নমস্কারে আটকে গেলেন না ৷ প্রায় পড়ে গেলেন অমিতাভের পায়ে !

First published: December 27, 2017, 7:42 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर