#মুম্বই: সত্যিই এ এক দুঃসময় ৷ একের পর এক খারাপ খবর যেন এসেই চলেছে বলিউডের অন্দর থেকে ৷ করোনার প্রকোপে দেশ, বিদেশ, গোটা বিশ্বই বিপর্যয়ে জর্জড়িত৷ ঠিক এরকমই সময় ফ্যানদের রীতিমতো চিন্তায় ফেলে দিল একটা খবর ৷ করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে এবং বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ৷ করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেরাই সোশ্যাল মিডিয়ায় জানালেন বিগ বি ও জুনিয়ার বি ৷ তারপরই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় ৷ দুই অভিনেতার আরোগ্য কামনা করে শুভেচ্ছার ঢল ৷
ঠিক এরই মাঝে ভাইরাল হল অমিতাভ বচ্চনের কবিতা ৷ যেখানে দুঃসময় কাটিয়ে বেঁচে থাকার নতুন স্বপ্ন বলার কথা বললেন বিগবি ৷
সোশ্যাল মিডিয়ায় সব সময়ই খুব অ্যাক্টিভ অমিতাভ বচ্চন ৷ ফ্যানদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য তিনি সর্বদাই তৈরি ৷ আর তাই দেশবাসী তথা ফ্যানদের মনোবল বাড়াতে বরাবরই নানা চেষ্টা করে যান অমিতাভ ৷ মনোবল বাড়ানোর জন্য বিগবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন তাঁর কবিতা ৷
শুনে নিন অমিতাভের সেই কবিতা ৷
View this post on Instagram
করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বলিউড শহেনশাহ অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিনেতা অভিষেক বচ্চন ৷ দু’জনেই করোনা আক্রান্ত হওয়ার খবর ট্যুইট করে জানান ৷
শেষ পাওয়া খবর অনুযায়ী, অমিতাভ ও অভিষেক দু’জনের শারীরিক অবস্থাই স্থিতিশীল ৷ হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, করোনার খুব কম উপসর্গ নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন অমিতাভ ও অভিষেক ৷ দু’জনের শারীরিক অবস্থাই স্থিতিশীল ৷ দু’জনেরই অন্যান্য টেস্ট চলছে৷ চিকিৎসকদের কড়া নজরে রয়েছে বিগবি ও জুনিয়ার বি ৷
অন্যদিকে, মুম্বইয়ে অমিতাভের বাংলো জলসা-কে স্যানিটাইজ করা হয়েছে ৷ জানা গিয়েছে, বচ্চনের বাড়ির কর্মচারীদেরও দ্রুত পরীক্ষা করা হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amitabh Bachchan, Coronavirus