Home /News /entertainment /
হাসপাতাল থেকে ছাড়া পেলেন অমিতাভ বচ্চন

হাসপাতাল থেকে ছাড়া পেলেন অমিতাভ বচ্চন

অবশেষে মুম্বইয়ের নানাবতী হাসপাতাল থেকে ছাড়া পেলেন অমিতাভ বচ্চন

 • Share this:

  #মুম্বই: অবশেষে মুম্বইয়ের নানাবতী হাসপাতাল থেকে ছাড়া পেলেন অমিতাভ বচ্চন ৷ জুলাই মাসের ১১ তারিখ নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা ট্যুইট করে জানিয়ে ছিলেন অমিতাভ ৷ সঙ্গে জানিয়ে ছিলেন তিনি ভর্তি আছেন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ৷

  তবে শুধু অমিতাভই নয়, করোনা আক্রান্ত হয়ে নানাবতীতে ভর্তি হয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন, আরাধ্যা বচ্চনও৷ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অভিষেক বচ্চন ৷ হাসপাতাল থেকেই  ট্যুইট করে অমিতাভের বাড়ি ফেরার খবর দিলেন তিনি ৷

  ট্যুইট করে অভিষেক লিখলেন, ‘বাবার রেজাল্ট নেগেটিভ এসেছে ৷ তিনি এখন সুস্থ ৷ তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে ৷ বাড়িতেই তিনি এখন বিশ্রাম নেবেন৷’

  হাসপাতালে দিন-যাপনের সময়টিতে নিজের ব্লগে, সোশ্যাল মিডিয়ায় নিজের সম্পর্কে সবসময় আপডেট দিতেন অমিতাভ ৷ বার বার ফ্যানেদের ধন্যবাদও জানিয়েছেন তিনি ৷ তবে এরই মাঝে এক নেটিজেনকে বাঁকা কথা বলায় বিতর্কের মুখে পড়েছিলেন বিগবি ৷

  Published by:Akash Misra
  First published:

  Tags: Bollywood

  পরবর্তী খবর