corona virus btn
corona virus btn
Loading

এবার কী তাহলে বিবাহবিচ্ছেদের পথে অমিতাভ-জয়া ?

এবার কী তাহলে বিবাহবিচ্ছেদের পথে অমিতাভ-জয়া ?

কাকপক্ষীটিও টের পাননি ৷ এমনকী, সবার সামনে যাতে পুরো ব্যাপারটা না চলে আসে, কার জন্য নানা ফিল্মি অনুষ্ঠানে নাটুকে দাম্পত্যও

  • Share this:

#মুম্বই: কাকপক্ষীটিও টের পাননি ৷ এমনকী, সবার সামনে যাতে পুরো ব্যাপারটা না চলে আসে, কার জন্য নানা ফিল্মি অনুষ্ঠানে নাটুকে দাম্পত্যও দেখিয়েছেন অমিতাভ-জয়া ৷ কিন্তু কথায় আছে না, দেওয়ালেরও কান আছে ৷ আর এখানে তো শুধু কান নয়, একেবারে মন্ত্রীর চোখ ! তাই চুপচুপ ব্যাপারটা, দুম করে ফাঁস হল এক খোঁচায় ৷ গোটা বলিউডে রটে গেল বেশ কিছু দিন ধরে সেপারেশনে আছেন অমিতাভ-জয়া ৷ যা অবস্থা তাতে নাকি দাম্পত্যে ইতি পড়ল বলে !

অমিতাভের দুটো বাড়ি ৷ প্রতীক্ষা আর জলসা ৷ আর এখন এই দুই বাড়ির মধ্যেই ভাগ হয়ে গিয়েছে অমিতাভ ও জয়ার দাম্পত্য ৷ বেশ কিছু দিন ধরেই নাকি আলাদা থাকেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন ৷ একথা বলিউডের গুঞ্জন নয়, বরং সোজাসুজি সংবাদমাধ্যমে বললেন অমর সিং ! এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে অমর সিং বললেন, ‘দীর্ঘদিন ধরেই আলাদা বাড়িতে রয়েছেন অমিতাভ ও জয়া ৷ দু’জন থাকেন আলাদা বাড়িতে ৷’

আসলে সমাজবাদী পার্টি থেকে অমিতাভের দূরত্ব বেড়ে যাওয়ার পিছনে অনেকেই অমর সিংকে দায়ী করেন ৷ আর সে কথা তুলতেই এ ধরণের মন্তব্য করলেন অমিতাভ ৷ এমনকী, অমর সিং বললেন ‘জয়া বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের মধ্যে তীক্ত সম্পর্কের জন্যও কী আমাকে দায়ী করা হবে ? ’

First published: January 24, 2017, 5:03 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर