corona virus btn
corona virus btn
Loading

বক্স অফিসে লড়াই এড়াতে ছবি পিছিয়ে দিলেন অক্ষয়, ট্যুইটে শুভেচ্ছা আমিরের

বক্স অফিসে লড়াই এড়াতে ছবি পিছিয়ে দিলেন অক্ষয়, ট্যুইটে শুভেচ্ছা আমিরের

দু’টি বড় ছবির বক্স অফিস সংঘাত মানে দু’টি ছবিরই ক্ষতি। অতীতে আমরা এই ঘটনা দেখেছি বার বার।

  • Share this:

#মুম্বই: দু’টি বড় ছবির বক্স অফিস সংঘাত মানে দু’টি ছবিরই ক্ষতি। অতীতে আমরা এই ঘটনা দেখেছি বার বার। ‘রাইস’ এবং ‘কাবিল’ একসঙ্গে মুক্তি পেয়েছিল। কোনওটিই হিট বলা চলে না। ইগো দূরে সরিয়ে বাস্তবকেই প্রাধান্য দিয়েছেন আমির খান এবং অক্ষয় কুমার। চলতি বছরের ক্রিসমাস উইকেন্ডে মুক্তি পাওয়ার কথা ছিল আমিরের ‘লাল সিং চাড্ডা’-র এবং অক্ষয়ের ‘বচ্চন পাণ্ডে’-র।

মিস্টার পারফেকশনিস্ট বুঝতে পারেন বড় দুই স্টারের ছবি একসঙ্গে মুক্তি পেলে বক্স অফিসে লক্ষ্মীলাভ অসম্ভব। ‘বচ্চন পান্ডে’র মুক্তি পেছানোর জন্য তিনি খিলাড়ি কুমারকে অনুরোধ করেন। সিনিয়রিটির সম্মান রাখেন অক্ষয়। নিজের ছবির রিলিজ পিছিয়ে দেন তিনি। অক্ষয়ের এই বাস্তব বোধকে সম্মান জানিয়ে টুইটারে অক্ষয় এবং সাজিদ নাদিয়াদওয়ালাকে ধন্যবাদ জানান আমির।

Published by: Akash Misra
First published: January 27, 2020, 2:56 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर