• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ছোটবেলায় কেমন ছিলেন আমির খান? ইনস্টাগ্রামে শেয়ার হল ছবি

ছোটবেলায় কেমন ছিলেন আমির খান? ইনস্টাগ্রামে শেয়ার হল ছবি

 • Share this:

  #মুম্বই: ৫৪ তে পা দিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ৷ জন্মদিনে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করলেন ছোটবেলার ছবি ৷

  কয়ামত সে কয়ামত তক ছবি থেকেই বলিউডে পা রাখেন আমির খান ৷ প্রথম দিকে অবশ্য আমির খান ছিলেন বলিউডের চকোলেট হিরো ৷ তবে যত দিন এগিয়েছে, আমির নিজেকে বার বার প্রমাণ করেছে বলিউডের পর্দায় ৷ নিজের ইমেজ ভেঙে কখনও লাগান ছবির ভুবন তো কখনও পিকে ! কখনও আবার ইমেজ ভেঙে দঙ্গলের কুস্তিগীর !

  তবে আমির খান শুধুমাত্র অভিনয়েই আটকে নেই ৷ বলিউডের বাইরেও, তাঁর উপস্থিত উজ্জ্বল ৷ অনেকেই হয়তো জানেন না, ছোটবেলা থেকেই খেলাধূলোয় খুবই ভালো তিনি ৷ স্কুল, কলেজে পড়ার সময়, টেনিস খেলায় মহারাষ্ট্রের হয়ে খেলেছেনও তিনি ৷ আমির যদি অভিনেতা না হতেন, তাহলে অবশ্যই টেনিস খেলাকেই বেছে নিতেন কেরিয়ার হিসেবে, একথা বহুবার বলেছেন আমির নিজেই ৷

  দেখুন আমিরের----

  Amir 22

  First published: