হোম /খবর /বিনোদন /
বিবাহ-বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে জমিতে চাষ করতে ব্যস্ত নওয়াজউদ্দিন !

বিবাহ-বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে জমিতে চাষ করতে ব্যস্ত নওয়াজউদ্দিন !

নওয়াজউদ্দিনের নাকি বিবাহ-বিচ্ছেদ হচ্ছে ! কয়েক দিন থেকে এই কারণেই খবরের শিরোনামে ছিলেন নওয়াজ ৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: নওয়াজউদ্দিনের নাকি বিবাহ-বিচ্ছেদ হচ্ছে ! কয়েক দিন থেকে এই কারণেই খবরের শিরোনামে ছিলেন নওয়াজ ৷ আর তা নিয়েই নওয়াজ মাঝে মধ্যেই ঢুকে পড়ছেন নানা বিতর্কে ৷ তবে এ সব নিয়ে এখনও মুখ খোলেননি অভিনেতা ৷ বরং লকডাউনে নিজের গ্রামে থেকে চাষবাসে তাঁর মন ৷

সম্প্রতি এরকমই এক ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করলেন নওয়াজ ৷ যেখানে দেখা গেল নওয়াজ গ্রামের জমিতে চাষ করতে ব্যস্ত !

 
View this post on Instagram
 

Done for the day !!!

A post shared by Nawazuddin Siddiqui (@nawazuddin._siddiqui) on

অন্যদিকে, সুশান্ত সিং রাজপুতের অকালে চলে যাওয়ার ঘটনা যেন মানসিক অবসাদের বিষয়কে আরও বেশি গুরুত্ব দিতে শুরু করেছে ৷ সোশ্যাল মিডিয়া একেবারে তোলপাড় সুশান্ত সিং রাজপুত ও মানসিক অবসাদের চরম পরিণতির বিষয়কে নিয়ে ৷ নেটিজেনরা এখন একটা কথাতেই সরব ৷ ‘মন ভালো নেই? বন্ধুকে ফোন করুন ! পাশে আছি ... খোলাখুলি কথা বলুন অবসাদকে নিয়ে..ভুলেও সুশান্তের মতো পথ বেছে নেবেন না !’

ঠিক এই সময়ই রীতিমতো বোমা ফাটালেন বলিউডের আরেক প্রতিভাবান ও জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি ৷ এক ইংরেজি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্টই জানালেন, তিনিও মানসিক অবসাদে ভুগছেন ! তিনিও রীতিমতো লড়েছেন অবসাদের সঙ্গে !

হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা নওয়াজ বললেন, ‘আমি প্রথম থেকেই কঠিন শ্রমে বিশ্বাসী এবং প্রথম থেকেই লড়াকু মানসিকতার ৷ আমি কখনই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করি না ৷ বড় স্টার হওয়ার স্বপ্ন আমি দেখি না ৷ আমার উদ্দেশ্য একটাই, বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আয় করা ৷ গত দশ বছর ধরে এরকম ভাবনা নিয়েই চলছি আমি ৷ অনেক কঠিন পরিস্থিতি আমিও দেখেছি ৷ কাটিয়ে উঠেছি ৷ তবে হ্যাঁ, অবসাদ আমারও হয়েছে ৷ যখন হাতে কোনও কাজ ছিল না৷ যখন মানুষ খুব বড় স্বপ্ন দেখে তখনই অবসাদ তাঁকে ঘিরে ধরে ৷ ’

সাক্ষাৎকারে নওয়াজ আরও বলেন, ‘আমি ঠিক করে খেতে পারতাম না ৷ আমার চুল পড়ছিল ৷ ২ কিমি হাঁটলেই নিশ্বাস নিতে পারতাম না ৷ আমার মনে হতো আমি খুব তাড়াতাড়ি মরতে চলেছি ৷ তবে আমি লড়ে গেছি ৷ বিশ্বের দিকে তাকিয়েই লড়ে গিয়েছি এবং এখনও লড়ে যাচ্ছি...’

Published by:Akash Misra
First published:

Tags: Bollywood Actor Nawazuddin Siddiqui