#মুম্বই: গোটাটাই গুঞ্জন ৷ আসলে সুস্মিতা সেনের ভাই রাজীব সেন ও অভিনেত্রী চারু অসোপার সোশ্যাল মিডিয়ায় একের পর এক কাণ্ড দেখে রটে গিয়েছে যে রাজীব ও অসোপার সংসারে অশান্তি ৷ আর সেই অশান্তির জন্যই নাকি বিবাহবিচ্ছেদ হতে চলেছে এদের দু’জনে ৷
তবে রাজীব ও চারু কখনই এই অশান্তির কথা স্বীকার করেননি ৷ বরং ঢেকে চেপে রেখেছেন নিজেদের প্রাইভেট ইস্যু ৷নেটিজেনদের প্রশ্ন তাহলে কেন চারু নিজের সোশ্যাল মিডিয়া থেকে নামের পরে উপাধি সরিয়ে দিলেন? কেনই বা চারু ও রাজীব দুজনেই প্রোফাইল থেকে ডিলিট করেছেন বিয়ের ছবি? আর সেখান থেকেই শুরু বিবাহবিচ্ছেদের স্পেকুলেশন ৷View this post on Instagram
অন্যদিকে, জানা গিয়েছে সুস্মিতা সেনও নাকি নিজের ইনস্টাগ্রাম থেকে সরিয়ে ফেলেছেন রাজীব ও চারু অসোপার বিয়ের ছবি ৷ আর সেখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কী দু’জনের ব্রেকআপ !View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sushmita Sen