#আমেরিকা:আইনি স্বীকৃতি পেয়েছে সমকামীতা, কিন্তু এখনও ভারতীয় সমাজে অনেকেই বিষয়টা মানসিক ভাবে মেনে নিতে পারেন না। নানাদিক থেকে এগিয়ে থাকলেও, এই বিষয়ে পিছিয়ে রয়েছে মার্কিন মুলুকও! নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে তা বুঝেছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড।
‘অ্যাকোয়াম্যান’ খ্যাত অভিনেত্রী অ্যাম্বার উভকামী। সেই সত্যি বাড়িতে জানার পর নাকি কেঁদে ফেলেছিলেন তাঁর বাবা-মা। সম্প্রতি এই কথা প্রকাশ্যে স্বীকার করেন অ্যাম্বার নিজে, '' টেক্সাসে আমার বাড়ি। ধর্মীয় আবহে বড় হয়েছি। যখন প্রথম বাড়িতে বললাম, এক মহিলাকে ভালবাসি তখন কেঁদে ফেলেছিলেন বাবা-মা। পরে পুরুষের প্রতিও সমান টান অনুভব করেছি। আমার এই সত্তা মেনে নিতে পারেননি ওঁরা’’
পরে অবশ্য পরিস্থিতি বদলেছে। মেয়েকে মেনে নিয়েছে বাবা-মা, '' ওই ঘটনার পাঁচ বছর পর অ্যাওয়ার্ড পেয়েছিলাম। বাবা-মা গিয়েছিল অনুষ্ঠানে। আমার জার্নি দেখে ওদের দৃষ্টিভঙ্গি বা ধারণা অনেকটা বদলে গিয়েছিল!''