Home /News /entertainment /
প্রয়াত অমর সিং, মাথা নত করে নেতাকে শ্রদ্ধা বিগবি-র

প্রয়াত অমর সিং, মাথা নত করে নেতাকে শ্রদ্ধা বিগবি-র

Photo: Instagram

Photo: Instagram

বলিউডের বিগবি অমিতাভ বচ্চন ও তাঁর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অমর সিংয়ের

 • Share this:

  #নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন সমাজবাদী নেতা অমর সিং ৷ গতকাল সিঙ্গাপুরের এক হাসপাতালে মৃত্যু হয় অমির সিংয়ের ৷ বহুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি ৷

  বলিউডের বিগবি অমিতাভ বচ্চন ও তাঁর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অমর সিংয়ের ৷ বহুবার অমিতাভ ও অমর সিংকে দেখা গিয়েছে এক ফ্রেমে ৷ তাঁদের দু’জনের বন্ধুত্ব, কখনও আবার সম্পর্কে তীক্ততা নানা সময়ে খবরের শিরোনামে এসেছে ৷
  View this post on Instagram

  A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan) on

  তাই প্রিয় মানুষের মৃত্যুতে অমিতাভ মাথা নত করে শ্রদ্ধা জানালেন ৷ ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বিগবি লিখলেন, ‘শোকগ্রস্ত ৷ মাথা নতো ৷ শুধুই প্রার্থনা রইল ৷ নিকট সম্পর্ক, নিকট আত্মা রইল না ৷ ’
  Published by:Akash Misra
  First published:

  Tags: Bollywood

  পরবর্তী খবর