মুম্বই: শোনা গিয়েছিল, একই ছবিতে দেখা যেতে পারে শাহরুখ খান এবং অল্লু অর্জুনকে। 'জওয়ান' ছবিতে দুই তারকাকে নিয়ে কাজের পরিকল্পনা করেছিলেন পরিচালক আটলী। কিন্তু 'পুষ্পা ২'-এর জন্য নাকি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অল্লু। তবে আদৌ নাকি তেমন কিছুই হয়নি। বরং এই ছবির জন্যই প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা।
সূত্রের খবর, পর্দায় একসঙ্গে দেখা যাবে 'পাঠান' এবং 'পুষ্পা'কে। মাস খানেক আগে নাকি মুম্বই গিয়ে শ্যুট করে এসেছেন অল্লু। গুঞ্জন, 'জওয়ান' ছবিতে অল্লুকে নিয়ে কাজের পরিকল্পনা করেছিলেন পরিচালক আটলী। শেষমেশ ক্যামিও করতে রাজি হয়ে গিয়েছেন তিনি। নির্মাতাদের থেকে ছবির গল্প শুনেছিলেন অল্লু অর্জুন। কিন্তু তাঁর হাতে সময় না থাকায় নাকি 'জওয়ান'-কে ফিরিয়ে দিয়েছিলেন অভিনেতা। তবে আপাতত দুই তারকাকে একসঙ্গে দেখার অপেক্ষায় অনুরাগীরা।
আরও পড়ুন: মুক্তির আগেই বিরাট লাভ! ইতিহাস গড়লেন অল্লু, 'পুষ্পা ২'-এর সুবাদে তাঁর পকেটে কত
আরও পড়ুন: কোটি কোটির মালিক, অগাধ সম্পত্তি! কিন্তু 'পুষ্পা' অল্লুর পড়াশোনা কত দূর জানেন
দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে 'পুষ্পা ২'-র প্রথম ঝলক। পুষ্পা হয়ে উঠতে নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন দক্ষিণী অভিনেতা। সারা শরীর জুড়ে নীল বর্ণ। কপালে টিপ, কানে ভারী দুল, গলায় বাহারি সব হারের সঙ্গেই একাধিক মালা, দু'হাত ভরতি চুড়ি। শাড়ি পরিহিত নায়কের হাতে বন্দুক। একেবারে ছকভাঙা অবতারে ধরা দিয়েছেন অল্লু।
অন্য দিকে, 'পাঠান'-এর পর 'জওয়ান'-এর হাত ধরে আরও একবার অ্য়াকশন হিরো হিসেবে তাক লাগাতে চলেছেন শাহরুখ। দুই নায়কের যুগলবন্দি চাক্ষুষ করতে মুখিয়ে দর্শক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Allu Arjun, Shah Rukh Khan