Home /News /entertainment /
‘আমাদের ঘরেই তো এখন যুদ্ধ লেগেছে?’ JNU- নিয়ে মুখ খুললেন আলিয়া

‘আমাদের ঘরেই তো এখন যুদ্ধ লেগেছে?’ JNU- নিয়ে মুখ খুললেন আলিয়া

দীপিকা পাড়ুকোনের পর এবার জেএনইউ কাণ্ডে পড়ুয়াদের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট

 • Share this:

  #মু্ম্বই: দীপিকা পাড়ুকোনের পর এবার জেএনইউ কাণ্ডে পড়ুয়াদের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ৷ তবে দীপিকার মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে নয়, নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে জেএনইউ কাণ্ড নিয়ে সরব হলেন আলিয়া !

  ইনস্টাগ্রাম প্রোফাইলে আলিয়া লিখলেন, ‘যখন পড়ুয়ারা, শিক্ষকেরা, শান্তিপূর্ণ সাধারণ মানুষেরা হিংসার শিকার হচ্ছে, তখন সব কিছু ঠিক আছে, তা ভান করে থাকার প্রয়োজন কি আছে? লোকের চোখে আর কতদিন ধুলো দেওয়া উচিত? আমাদের ঘরেই তো এখন যুদ্ধ লেগেছে ! ’

  আলিয়া আরও লিখলেন, ‘আসুন সবাই একজোট হই ৷ গর্জে উঠি ৷ একের পর এক প্রতিবাদ শুরু হোক ৷ সংঘাত ঘটুক মতবাদের, মতামতের ৷ আসুন সবাই একসঙ্গে হই !’

  Alia

  জেএনইউ কাণ্ডে বলিউডের একাংশ সরব৷ জেএনইউ কাণ্ডের বিরুদ্ধে মুখ খুলেছেন অনুরাগ কাশ্যপ, সোনম কাপুর, দিয়া মির্জা, জোয়া আখতার, টুইঙ্কল খান্নার মতো সেলেবরা ৷ এমনকী, মঙ্গলবার জেএনইউ ক্যাম্পাসে পড়ুয়াদের সমাবেশে উপস্থিত হয়েছিলেন দীপিকা পাড়ুকোনও ৷ আর এবার মুখ খুললেন আলিয়া ভাট ৷

  Published by:Akash Misra
  First published:

  Tags: Alia Bhat, Bollywood, Deepika padukone, Gossip, JNU, News

  পরবর্তী খবর