• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • সকালে উঠে ভুলেও এই দুই কাজ করেন না আলিয়া

সকালে উঠে ভুলেও এই দুই কাজ করেন না আলিয়া

photo: Alia Bhatt

photo: Alia Bhatt

সকালে উঠে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরেই রাখেন তিনি৷

 • Share this:

  #মুম্বই: বলিউডে ৭ বছর কেটে গেলেও বাবার ছবিতে কাজ করার জন্য মুখিয়ে ছিলেন আলিয়া৷ অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে৷ মহেশ ভাটের সড়ক টু ছবিতে অভিনয় করছেন আলিয়া৷ আপাতত উটিতে শুটিং করছেন তিনি৷ আর সেখান থেকেই পোস্ট করলেন নিজের মর্নিং রুটিনের ভিডিও৷

  ভিডিওতে আলিয়া জানিয়েছেন, সকালে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্নিং ড্রিঙ্ক৷ আগে তার সারাদিনই কেটে যেত কফি খেয়ে৷ এখন অনেকটাই কমিয়ে দিয়েছেন কফি খাওয়া৷ বিশেষ করে সকালে উঠে কফি একেবারেই না৷ তবে কী খান তিনি সকালে? আলিয়ার প্রিয় মর্নিং ড্রিঙ্ক লেবু দিয়ে গরম জল৷ আলিয়া জানান, সকালে লেবু জল তার শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে, তেমনই দিনের শুরুতে মেটাবলিজম রেট বাড়িয়ে দেয়৷ আর তাছাড়া ওজন কমানো আর ত্বক ভাল রাখা তো আছেই৷

  তবে শুধু কফি খাওয়াই নয়৷ আরও একটি কাজও সকালে উঠে একেবারেই করতে পছন্দ করেন না আলিয়া৷ তা হল সোশ্যাল মিডিয়া৷ সকালে উঠে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরেই রাখেন তিনি৷

  First published: