• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ‘আপনার মতো সুন্দর আর কেউ নেই’, হবু শাশুড়ির জন্মদিনে আলিয়ার শুভেচ্ছা

‘আপনার মতো সুন্দর আর কেউ নেই’, হবু শাশুড়ির জন্মদিনে আলিয়ার শুভেচ্ছা

 • Share this:

  #মুম্বই: হ্যাঁ, হবু শাশুড়িই তো বটে ৷ কারণ, আলিয়া ও রণবীরকে নিয়ে যেভাবে গুঞ্জন তুঙ্গে ৷ সেখানে গোটা বলিউডই বলছে এই বুঝি বিয়েটা হল আলিয়া ও রণবীরের ! তবে এই জুটি-র কেউ-ই এ ব্যাপারে মুখ খুলতে নারাজ ৷ যাক সে অন্য কথা ৷ বরং এবার আসা যার আলিয়া কাণ্ডের কথায় ?

  ৮ জুলাই ৫৪ বছরে পা দিলেন নিতু কাপুর ৷ আর নিতুকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন আলিয়া ৷ নিজের সঙ্গে ছবি দিয়ে নিতু কাপুরকে আলিয়া লিখলেন, ‘হ্যাপি বার্থডে সবচেয়ে সুন্দর এক মানুষকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ৷’

  alia

  First published: