#মুম্বই: আলিয়া ঠিক কার সঙ্গে প্রেম করছেন? কার সঙ্গে রোজ রোজ ঘুরে বেড়াচ্ছেন? সিদ্ধার্থ মালহোত্রা নাকি বরুণ ধাওয়ান ৷ নাকি একেবারেই অন্য কেউ ! আলিয়ার প্রেমজীবন নিয়ে উৎসুক সবার ৷ তাই তো যখনই লোকে সুযোগ পাচ্ছেন আলিয়াকে করছেন একটাই প্রশ্ন? আপনার বয়ফ্রেন্ড কে?
সম্প্রতি একটি ইংরেজি দৈনিকে ঝেড়ে কাশলেন আলি ভাট ৷ সোজাসুজি বললেন, ‘আমার লাইফ নিয়ে এত কৌতুহল করার দরকার নেই ৷ অদ্ভুত এই বলিউড ৷ কথায় কথায় আমরা হলিউডের কথা বলি ৷ কিন্তু এই সবের সময় পাক্কা ভারতীয় ৷ এখনও ভারতে একটা মেয়ের একাধিক বয়ফ্রেন্ড থাকলে সে বাজে মেয়ে ৷ তাই এরকম সমাজে নিজেকে বাঁচাতে চুপ থাকাই ভালো ৷ বয়ফ্রেন্ড নিয়ে কোনওরকম মন্তব্যে যেতে চাই না !’
বলিউডে আলিয়ার হাতেখড়ি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবি দিয়ে ৷ এই ছবিতে আলিয়ার বিপরীতে ছিল বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রা ৷ ছবি রিলিজের আগে থেকেই বলিউড গুঞ্জন আসে, সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে নাকি জমিয়ে প্রেম করছেন আলিয়া ৷ আলিয়ার নাম জড়ায় বরুণ ধাওয়ানের সঙ্গেও৷ তবে নিজের লাভ লাইফ সম্পর্কে কোনও মন্তব্যই করতে চান না আলিয়া ভাট !
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।