#মুম্বই: যখন থেকে খবর সামনে এসেছে আলিয়া ভাট (Alia Bhatt) আর রণবীর কাপুর (Ranbir Kapoor) সম্পর্কে রয়েছেন, তখন থেকেই দুই তারকার অনুরাগী মহলে তাঁদের নিয়ে চর্চা শুরু হয়েছে। দুই লাভ বার্ড কবে বিয়ে করবেন সেই নিয়েও জল্পনার অন্ত নেই। তবে আলিয়া-রণবীর এই সব নিয়ে মুখ খুলতে রাজি নন। আলিয়া এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রেন্ডিং। নিয়ম করে নানা ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট করতে দেখা যায়। সম্প্রতি, আলিয়া নিজের Instagram হ্যান্ডেলে একটি মিরর সেলফি পোস্ট করেছেন। সেই ছবি নিয়ে চর্চা শুরু হয়েছে। আলিয়ার অনুরাগীরা এই ছবি দেখার পর রণবীরের সঙ্গে একটা কানেকশন খুঁজে পেয়েছে। ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রী, ওয়ার্ক আউটের একটি মিরর সেলফি পোস্ট করেছেন। খুব ভালো করে নজর রাখলে দেখা যাবে, আলিয়ার ফোনের ব্যাক সাইটে একটি হৃদয়ের চিহ্ন রয়েছে, তার ঠিক পাশেই রয়েছে নম্বর ৮। যা রণবীরের প্রতি তাঁর ভালোবাসার প্রমাণ বলেই মনে করেছে অনুরাগী মহল। কেন না, এর আগে জন্মদিনে যখন রণবীরকে উইশ করেছিলেন আলিয়া, তখন তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন- হ্যাপি বার্থডে ৮!ছবিতে আলিয়াকে জিম আউটফিটে দেখা গিয়েছে। দিনের কোনও এক সময়ে ওয়ার্ক আউটের পর আয়নার সামনে দাঁড়িয়ে ওই ছবি তুলেছেন অভিনেত্রী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই নেট নাগরিকরা লাইক, কমেন্টে ভরিয়ে দেন আলিয়ার কমেন্ট বক্স। হৃদয় ইমোজি ও প্রশংসা ভরা কমেন্টের ভিড় জমে ওঠে। তার মধ্যে বেশির ভাগ কমেন্টে আলিয়ার ফোনের পিছনের হৃদয়ের চিহ্ন আর ওই নম্বর ৮ নিয়ে কথা ওঠে। অনুরাগী মহলের দাবি এই চিহ্ন আর সংখ্যা রণবীর কাপুরকে ভালোবাসার প্রতীক!
এবার খুব তাড়াতাড়ি আলিয়া-রণবীরকে একস্ক্রিনে দেখতে পাবেন দর্শক। অয়ন মুখোপাধ্যায়ের (Ayan Mukerji) বহুল প্রতীক্ষিত ছবি ব্রহ্মাস্ত্রে (Brahmastra) এক সঙ্গে অভিনয় করতে দেখা যাবে দুই তারকাকে। এছাড়াও আলিয়ার হাতে রয়েছে তখত (Takht) ও আরআরআর (RRR) ছবি। কিছু দিন আগেই এস এস রাজা মৌলির (SS Rajamouli) ছবি আরআরআরের একটি বিহাইন্ড দ্য় সিনের ভিডিও প্রকাশ করা হয়। তাতে আলিয়া সহ বলিউডের বেশ কয়েকজনকে দেখা গিয়েছিল।
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।