হোম /খবর /বিনোদন /
লরির পিছনে বসে রণবীরকে গান শোনাচ্ছেন আলিয়া, দুরন্ত গতিতে ভিডিও ভাইরাল

লরির পিছনে বসে রণবীরকে গান শোনাচ্ছেন আলিয়া, দুরন্ত গতিতে ভিডিও ভাইরাল

রণবীর আর আলিয়া ৷ বলিউডে এই জুটির নাম রালিয়া ৷ গুঞ্জন তো বলছে, এই জুটি প্রেমের পরে একবার সাত পাকে বাঁধা পড়লেই নাকি বিরাট-অনুষ্কা, দীপিকা-রণবীরের থেকেও বেশি জনপ্রিয় হয়ে উঠবে !

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: রণবীর আর আলিয়া ৷ বলিউডে এই জুটির নাম রালিয়া ৷ গুঞ্জন তো বলছে, এই জুটি প্রেমের পরে একবার সাত পাকে বাঁধা পড়লেই নাকি বিরাট-অনুষ্কা, দীপিকা-রণবীরের থেকেও বেশি জনপ্রিয় হয়ে উঠবে ! তবে বিয়েটা কী এরা করবেন ? সে অনেক বড় গপ্পো ৷ তার থেকে এখন যেমন চুটিয়ে প্রেম করছেন দু’জনে৷ তখন বিয়েটা শুধুমাত্র সেকেন্ড অপশন ৷ প্রথমটা তো প্রেম, প্রেম শুধু প্রেম !

এবার আসি এরকমই এক প্রেম প্রেম মুহূর্তের গল্প ৷ যা কিনা এখন সোশ্যাল মিডিয়ার হট ট্রেন্ড ! তা নতুন কী ঘটালো রণবীর-আলিয়া ?জনপ্রিয় এক টিভি চ্যানেল তাঁদের সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে একটি ভিডিও ৷ যেখানে দেখা গিয়েছে, রণবীর ও আলিয়া এক লরির পিছনে বসে আছেন ৷ পা ঝুলিয়ে দু’জনে একেবারে মগ্ন প্রেমে ৷ ঠিক তখনই গান ধরলেন আলিয়া ৷ লাভ আজকাল ছবির দুরিয়া গানটি আলিয়া শুরু করতেই পুরো পরিবেশটাই যেন রঙিন হয়ে উঠল রণবীরের কাছে ৷
View this post on Instagram

A post shared by Zoom TV (@zoomtv)

প্রথমে তো চুপচাপ শুনছিলেন ৷ তারপর হঠাৎই আলিয়া গানের কথা ভুলে যাওয়ায়, ধরিয়ে দেন রণবীর ! উফফ... কীরকম সাপোর্ট প্রেমিকের দেখেছেন !আলিয়া যে শুধু অভিনয়ে নয়, গানেও দারুণ তা আগেও প্রমাণ করেছেন তিনি ৷ তা হাইওয়ে ছবি হোক কিংবা হামটি শর্মা কি দুলহানিয়া ৷ আলিয়ার গাওয়া গান কিন্তু বেশ প্রশংসাও পেয়েছিল৷
Published by:Akash Misra
First published:

Tags: Alia Bhat