#মুম্বই: রণবীর আর আলিয়া ৷ বলিউডে এই জুটির নাম রালিয়া ৷ গুঞ্জন তো বলছে, এই জুটি প্রেমের পরে একবার সাত পাকে বাঁধা পড়লেই নাকি বিরাট-অনুষ্কা, দীপিকা-রণবীরের থেকেও বেশি জনপ্রিয় হয়ে উঠবে ! তবে বিয়েটা কী এরা করবেন ? সে অনেক বড় গপ্পো ৷ তার থেকে এখন যেমন চুটিয়ে প্রেম করছেন দু’জনে৷ তখন বিয়েটা শুধুমাত্র সেকেন্ড অপশন ৷ প্রথমটা তো প্রেম, প্রেম শুধু প্রেম !
এবার আসি এরকমই এক প্রেম প্রেম মুহূর্তের গল্প ৷ যা কিনা এখন সোশ্যাল মিডিয়ার হট ট্রেন্ড ! তা নতুন কী ঘটালো রণবীর-আলিয়া ?View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alia Bhat