হোম /খবর /বিনোদন /
ডিসেম্বরে আলিয়া-রণবীরের বিয়ে হচ্ছে না ! বন্ধ সবরকম আয়োজন !

ডিসেম্বরে আলিয়া-রণবীরের বিয়ে হচ্ছে না ! বন্ধ সবরকম আয়োজন !

কথা ছিল ডিসেম্বরেই বিয়ে করবেন তাঁরা। তবে এখন পুরো চিত্রটাই বদলে গিয়েছে।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: রণবীর কাপুরের প্রেম জীবন সব সময় বেশ রঙিন। দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ। সকলের সঙ্গেই গভীর প্রেম ছিল তাঁর। এমনকি বিয়ে করার কথাও ভেবেছিলেন অনেকবার। কিন্তু তাঁর ভাগ্য বেশ খারাপ। কোনও প্রেমই বেশি দিন টেকেনি। এর পর রণবীর প্রেম- রণে ভঙ্গ দিয়েছিলেন। তবে ভালবাসা তাঁর পিঁছু ছাড়ে না। এবার মহেশ ভাট কন্যা আলিয়া ভাটে মন মজেছে তাঁর। যদিও আলিয়াই ভালবাসার কথা প্রথম জানিয়েছিলেন। এর পর বেশ জমে যায় তাঁদের সম্পর্ক। আলিয়া জানিয়েছিলেন, স্কুল জীবন থেকেই তিনি রণবীরকে পছন্দ করতেন। এ বছরের শেষেই মুক্তি পাবে এই জুটির অভিনীত ছবি 'ব্রহ্মাস্ত্র'।

কথা ছিল ডিসেম্বরেই বিয়ে করবেন তাঁরা। যদিও বিয়ের খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়া জুড়ে সকলেই বলতে শুরু করেন, "আগে প্রেম টিকুক। তারপর তো বিয়ে হবে।" সকলের কথাই কি তবে সত্যি হতে চলেছে ! রণবীর ও আলিয়া জানিয়েছেন তাঁরা এ বছর বিয়ে করছেন না। যদিও তার  প্রথম কারণ হিসেবে দেখিয়েছেন, করোনা ভাইরাস। তবে শুধু করোনা নয়, সূত্রের খবর আলিয়া ও রণবীর নিজেদের কর্ম ব্যস্ততার জন্যই বিয়ে পিছোচ্ছেন। এবছরটা তাঁরা কাজে ব্যস্ত থাকবেন। তাই ২০২১-এই হবে বিয়ে। এমনকি ডিজাইনার সব্যসাচীকে ফোন করে লেহেঙ্গার কাজ বন্ধ করতেও বলেছেন আলিয়া। এই সব তথ্য সামনে আসার পর ফ্যানেদের মনে ফের প্রশ্ন ঘুরছে, বিয়েটা শেষ পর্যন্ত হবে তো !

Published by:Piya Banerjee
First published:

Tags: Alia Bhatt, Bollywood, Ranbir Kapoor