#মুম্বই: দেখুন দেখি কী কাণ্ড ! চুপচাপ একেবারে বিয়েটা সেরে ফেললেন বলিউডের জনপ্রিয় পরিচালক আলি আব্বাস জফর? কাউকে কিচ্ছুটি টের পেতে দিলেন না ৷ আর যখন টের পেলেন সবাই, তখন শুধু শুভেচ্ছা জানিয়েই ক্ষান্ত দিলেন সেলেব্রিটিরা ৷ তা কাকে বিয়ে করলেন আলি? হঠাৎ করে কোথায় এসব ঘটল?
নানা প্রশ্নবাণে জর্জড়িত হয়ে শেষমেশ গোপনীয়তা আর রাখতে পারলেন না আলি ৷ বরং প্রকাশ্যে স্ত্রীয়ের সঙ্গে মাখোমাখো ছবি দিয়ে গোটা ব্যাপারটাকেই জানিয়ে দিলেন আলি আব্বাস জফর ! তা কী বললেন আলি?আলি আরও জানালেন, ‘করোনার জন্য আলিসিয়ার ভিসা পেতে দেরি হচ্ছিল ৷ তাই ভিসা পেতেই আলিসিয়া ভারতে আসে, আর দেরাদুনে আমাদের বসত বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয় ছিমছামভাবে ৷ প্ল্যান ছিল এরকমই !’ আলি আব্বাসের এই গোপন বিয়ের কথা জানতে পেরে শুভেচ্ছা জানিয়েছেন, ক্যাটরিনা কাইফ, সলমন খানের মতো স্টারেরা ৷ সামনেই মুক্তি পাবে আলি আব্বাস জফরের প্রথম ওয়েব সিনেমা তাণ্ডব ! আপাতত, এই ওয়েব প্রোজেক্ট নিয়েই চিন্তিত আলি আব্বাস জফর ৷View this post on Instagram