• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • হলিউডের ছবিতে বলিউডি নাচ ! আলাদিনের ট্রেলারে চমক

হলিউডের ছবিতে বলিউডি নাচ ! আলাদিনের ট্রেলারে চমক

 • Share this:

  #মুম্বই: আলাদিনের গল্প জানে না, এরকম মানুষ পাওয়া বড্ড কঠিন ৷ এক আশ্চর্য প্রদীপ, একটি দৈত্য, আর এক যুবক ৷ তারপরই সব আশ্চর্য ঘটনার মাঝে মিষ্টি একটা প্রেম ! ডিজনি বার বারই নতুন রকমের আলাদিন এনেছেন সিনেমার পর্দায় ৷ তা কখনও অ্যানিমেশন, আবার হলিউডের জনপ্রিয় অভিনেতাদের অভিনয়ও দেখা গিয়েছে আলাদিনে ৷

  এবারটা একেবারেই অন্যরকম আলাদিন নিয়ে আসল ডিজনি ৷ দারুণ গ্রাফিক্সে এই আলাদিনের দৈত্য হলেন উইল স্মিথ ! আর ট্রেলারেই রইল চমক ৷ রীতিমতো বলিউডি স্টাইলে নেচে উঠলেন ছবির নায়ক-নায়িকারা ৷

  দেখুন সেই আলাদিন ছবির ট্রেলার---

  First published: