#মুম্বই: রুস্তম ছবির ইউনিফর্ম নিলামে তুলে আইনি নোটিশ পেলেন অক্ষয় কুমার ও টুইঙ্কল। নৌসেনার ইউনিফর্ম নিলামে তুলে তাঁরা ভারতীয় ভাবাবেগে আঘাত করেছেন। এই অভিযোগে তাঁদের আইনি নোটিশ পাঠিয়েছেন এগারো নৌসেনা আধিকারিক, সাত জন অবসরপ্রাপ্ত আধিকারিক ও এক সেনা আধিকারিকের স্ত্রী।
অভিযোগকারীদের বক্তব্য, এই ইউনিফর্ম ভারতীয় নৌবাহিনীর সশস্ত্র সেনার। যা নিলামে তোলা বেআইনি। এই ধরনের নিলামের কোনও রেকর্ড অতীতে নেই। সশস্ত্র বাহিনীর ইউনিফর্ম নিলামে উঠলে ভারতের প্রতিরক্ষার কাছে ২৬ মে নিলামের শেষ দিনের আগেই এই ইউনিফর্ম নিলাম থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আক্ষয়-টুইঙ্কলকে।
আরও পড়ুন: চার প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করে তিন টুকরো করলেন স্ত্রী
সেই সঙ্গেই নোটিশ পাঠানো হয়েছে অকশন হাউজ সল্ট স্কাউটে ও প্রতিরক্ষা মন্ত্রকেও। নিলামের টাকা পশুদের জন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেওয়া হবে। এখনও পর্যন্ত ইউনিফর্মের দর উঠেছে ২ লক্ষ ৩৫ হাজার টাকা।
২০১৬ সালে মুক্তি পাওয়া রুস্তম ছবিতে এই ইউনিফর্মই পরেছিলেন অক্ষয়। এই ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কারও পান তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Akshay Kumar, Rustam, Twinkle Khanna