corona virus btn
corona virus btn
Loading

ছোট্ট মেয়েকে অক্ষয়ের ফিটনেস ট্রেনিং, ভাইরাল হল ভিডিও

ছোট্ট মেয়েকে অক্ষয়ের ফিটনেস ট্রেনিং, ভাইরাল হল ভিডিও
  • Share this:

#মুম্বই: ছোট্ট থেকেই হয়ে উঠবে সেরা ! হ্যাঁ, এমনই লক্ষ্য অক্ষয় কুমারের ৷ আর তাই তো নিয়মিত ছোট্ট মেয়ে নিতারাকে ৬ বছর বয়স থেকেই ফিটনেস ট্রেনিং দিতে শুরু করেছেন অক্ষয় কুমার ৷

ছোট্ট নিতারাও কম যায় না ৷ জিমে ঢুকলেই যেন অবিকল অক্ষয় কুমার ৷ জিমের যন্ত্রপাতি নিয়ে দিব্য চলে নিতারার কসরত ৷

সম্প্রতি নিতারার সেই ফিটনেস ভিডিওই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অক্ষয় ৷ ভিডিওতে দেখা গিয়েছে, দু’হাতে রিং ঝুলছেন ছোট্ট নিতারা ৷ শুধু তাই নয়, ভারি দড়ি হাতে বিশেষ কসরতেও ব্যস্ত হতে দেখা গিয়েছে নিতারাকে ৷

দেখুন সেই ভিডিও-----

First published: April 1, 2019, 5:10 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर