Home /News /entertainment /
ঘোড়ার পিঠে চড়ে নাগিন ডান্স ! ভাইরাল হলো অক্ষয় কুমারের ভিডিও

ঘোড়ার পিঠে চড়ে নাগিন ডান্স ! ভাইরাল হলো অক্ষয় কুমারের ভিডিও

তিনি বলিউডের খিলাড়ি কুমার ! তবে হ্যাঁ, এই খিলাড়ি কুমার তকমাটা ছিল বহু আগে৷ প্রথম প্রথম বলিউডে পা জমানোর জন্য অক্ষয়কুমারকে দেখা গিয়েছিল একেবারে অ্যাকশন প্যাকড চরিত্রে ৷

 • Share this:

  #মুম্বই: তিনি বলিউডের খিলাড়ি কুমার ! তবে হ্যাঁ, এই খিলাড়ি কুমার তকমাটা ছিল বহু আগে৷ প্রথম প্রথম বলিউডে পা জমানোর জন্য অক্ষয়কুমারকে দেখা গিয়েছিল একেবারে অ্যাকশন প্যাকড চরিত্রে ৷ এখন অবশ্য অক্ষয় কুমার সব চরিত্রেই বাজিমাত করেছেন ৷ তাঁর কমিক টাইমিং নিয়ে তো কোনও কথাই হয় না ! আর বক্স অফিস যে তাঁকে দারুণ ভালবাসে তা আর নতুন করে বলার কোনও মানে নেই ৷ একটার পর একটা ছবির ফলাফল তাঁর জ্বলন্ত উদাহরণ ৷

  তবে এ গপ্পোটা মোটেই অক্ষয় কুমারের ট্র্যাক রেকর্ডের গল্প নয় ৷ বরং অক্ষয় কুমার ক্যামেরার পিছনে যে কতটা মজার মানুষ, তাঁর প্রমাণ অজস্র ৷ উঁকি মারুন অক্ষয়ের ইনস্টাগ্রামে কিংবা স্ত্রী টুইঙ্কল খান্নার ইনস্টাগ্রামেও উঁকি মারলে এই একই জিনিস দেখতে পাবেন ৷ সম্প্রতি এক বছর পূর্ণ করেছে অক্ষয় ও করিনার ছবি গুড নিউজ ৷ বহুদিন পর করিনার সঙ্গে জুটি বেঁধে এই ছবি দারুণ সফল হয়েছিল বক্স অফিসে ৷ আর সেই গুড নিউজটাই আজও ভুলতে পারছেন না অক্ষয় ৷
  View this post on Instagram

  A post shared by Akshay Kumar (@akshaykumar)

  বিশেষ করে গুড নিউজের সেটে যেভাবে অক্ষয় মজায় মেতে উঠতেন, সেটাই যেন ভুলতে পারছেন না তিনি ৷ আর সেই কারণেই তো শ্যুটিং ফ্লোরের এক অদেখা ভিডিও পোস্ট করলেন অক্ষয় ৷ যা দেখে অক্ষয়ের ভক্তরা একেবারে আপ্লুত ৷ তা কী রয়েছে সেই ভিডিওতে ? ভিডিওতে দেখা গিয়েছে ঘোড়ার ওপর চেপে অক্ষয় নাগিন ডান্সের মত্ত৷ ক্যামেরার সামনে অক্ষয়ের নাচের অঙ্গভঙ্গি ছিল দেখার মতো ৷ সেই ভিডিও পোস্ট করে অক্ষয় লিখলেন, ‘এই এক বছরটা কেমন গেল? কেউ যদি জানতে চায়, তাহলে বলব, ঠিক আমার নাচের মতো, ওপরে নীচে..আশা করব নতুন বছর সবার জন্য প্রচুর গুড নিউজ আসবে৷’
  Published by:Akash Misra
  First published:

  Tags: Akshay Kumar, Bollywood

  পরবর্তী খবর