corona virus btn
corona virus btn
Loading

ছোটবেলায় যৌনহেনস্থার শিকার হয়েছিলেন অক্ষয় কুমার !

ছোটবেলায় যৌনহেনস্থার শিকার হয়েছিলেন অক্ষয় কুমার !

বলিউডের অ্যাকশন হিরো বলতে এক নামে যাকে গোটা দুনিয়া চেনে, তিনি হলেন অক্ষয় কুমার৷

  • Share this:

#মুম্বই: বলিউডের অ্যাকশন হিরো বলতে এক নামে যাকে গোটা দুনিয়া চেনে, তিনি হলেন অক্ষয় কুমার৷ এমনকী, এক সময় বলিউডের খিলাড়ি কুমার নামেও পরিচিত ছিলেন অক্ষয় ৷ পরে অবশ্য নিজের ইমেজ ভেঙে অক্ষয় এখন ভার্সেটাইল অভিনেতা ৷ খান হিরোদের সঙ্গে পাল্লা দিয়ে বক্স অফিস কাঁপাচ্ছেন অক্ষয় কুমার ৷ সেই অক্ষয় কুমারের সঙ্গেও নাকি ছোটবেলায় ঘটেছিল যৌনহেনস্থা ! য

এক ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি এক ছবির প্রোমোশনে এসে অক্ষয় সোজাসুজিই এ ঘটনার কথা উল্লেখ করেন ৷

অক্ষয়ের কথায়, ‘তখন আমার বয়স ৬ বছর ৷ আমি লিফটে করে নিজের ফ্ল্যাটে যাচ্ছিলাম ৷ আমাদের লিফটম্যান আমার নিতম্বে হাত রাখে ৷ আমার পুরো ব্যাপারটা খুব নোংরা লেগেছিল ৷ আমি পুরো ঘটনাটা বাবাকে জানাই ৷ বাবা সব শুনে ওই লিফট ম্যানের নামে পুলিশে অভিযোগ জানান ৷ পরে জানা যায়, শুধু আমি নয়, আমাদের ফ্ল্যাটের অনেক বাচ্চার সঙ্গেই এই ধরণের কাজ করেছেন ৷ ’

অক্ষয় জানান, ‘প্রত্যেক অভিভাবকের উচিত, নিজের সন্তানদের সঙ্গে এমন সম্পর্ক গড়ে তুলতে, যাতে সন্তান সব কথা মা-বাবাকে শেয়ার করতে পারবে ৷ তাহলে এই ধরণের নোংরা আচরণ বন্ধ হবেন ৷ ’

First published: July 28, 2017, 3:20 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर