Akshay Kumar: মায়ের অসুস্থতায় নেটিজেনদের উদ্বেগ স্পর্শ করে গিয়েছে অক্ষয় কুমারের হৃদয়

মায়ের সঙ্গে অক্ষয় কুমার

মায়ের অসুস্থতায় পাশে থাকার জন্য নেটিজেনদের ধন্যবাদ জানালেন অক্ষয় কুমার (Akshay Kumar) ৷

 • Share this:

  মুম্বই : মায়ের অসুস্থতায় পাশে থাকার জন্য নেটিজেনদের ধন্যবাদ জানালেন অক্ষয় কুমার (Akshay Kumar) ৷ ট্যুইটারে তারকা লিখলেন ‘‘আমার মায়ের শারীরিক অসুস্থতায় আপনাদের উদ্বেগ হৃদয় স্পর্শ করে গিয়েছে ৷ আমার এবং আমার পরিবারের কাছে এটা খুবই কঠিন সময় ৷ আপনাদের প্রত্যেক প্রার্থনা আমাকে অনেক সাহায্য করবে৷’’

  সম্প্রতি অক্ষয় লন্ডনে গিয়েছিলেন ‘সিন্ডারেলা’ ছবির শ্যুটিঙে ৷ সেখানেই খবর পান, তাঁর মা অরুণা ভাটিয়াকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ খবর পেয়েই লন্ডন থেকে সোমবার মু্ম্বই ফিরে আসেন অভিনেতা ৷

  মুম্বইয়ের হিরানন্দানি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ-তে ভর্তি করা হয়েছে বৃদ্ধা অরুণাকে ৷ পরিবারের অনুরোধে তাঁর অসুস্থতা সংক্রান্ত তথ্য গোপন রাখা হয়েছে হাসপাতালের তরফে ৷

  যে ‘সিন্ডারেলা’ ছবিতে অক্ষয় অভিনয় করছিলেন, সেটি ২০১৯ সালের তেলুগু থ্রিলার ‘রক্ষাসুড়ু’-র রিমেক ৷ কিছু সপ্তাহ আগেই শুরু হয়েছিল শ্যুটিং ৷ ‘সিন্ডারেলা’ ছবির প্রযোজক বাসু ভগনানী ৷ পরিচালনা করছেন রঞ্জিত এম তিওয়ারি ৷ এর আগে অক্ষয়ের ‘বেল বটম’ ছবির সঙ্গেও যুক্ত তাঁরা ৷ অতিমারি পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনে প্রেক্ষাগৃহ ছিল শূন্য ৷ তার পর ‘বেলবটম’-এর মুক্তি দর্শকদের ফিরিয়ে দেয় হল-এ বসে ছবির দেখার স্বাদ ৷

  এই মুহূর্তে ‘সিন্ডারেলা’ ছাড়াও আরও বেশ কিছু ছবিতে অভিনয় করছেন অক্ষয় ৷ সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ‘রক্ষাবন্ধন’, ‘সূর্যবংশী’, ‘বচ্চন পাণ্ডে’ এবং ‘রামসেতু’ ৷ এর মধ্যে রোহিত শেট্টীর ‘সূর্যবংশী’-তে অক্ষয়ের বিপরীতে অভিনয় করবেন ক্যাটরিনা কইফ ৷ ছবিতে ‘ক্যামিয়ো’ ভূমিকায় দেখা যাবে রণবীর সিং এবং অজয় দেবগণকে ৷ ভূমি পেডনেকরের সঙ্গে অক্ষয় জুটি বাঁধছেন ‘রক্ষা বন্ধন’ ছবিতে ৷ ‘আটরঙ্গী’-তে অক্ষয় অভিনয় করবেন সারা আলি খান এবং ধনুষের সঙ্গে ৷ এ ছাড়া ‘রামসেতু’ ছবিতে অক্ষয় অভিনয় করছেন নুসরত ভারুচা ও জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে ৷

  ট্যুইটারে অক্ষয়ের বার্তায় মন্তব্য এসেছে অসংখ্য ৷ তাঁর ট্যুইটবার্তা রিট্যুইট করেছেন অনেক নেটিজেন ৷

  Published by:Arpita Roy Chowdhury
  First published: