corona virus btn
corona virus btn
Loading

মোদির সাক্ষাৎকার নিলেন অক্ষয় কুমার, ট্যুইটারে শেয়ার করলেন সেই ভিডিও

মোদির সাক্ষাৎকার নিলেন অক্ষয় কুমার, ট্যুইটারে শেয়ার করলেন সেই ভিডিও
Photo: ANI
  • Share this:

#মুম্বই: একের পর এক দেশাত্ববোধক ছবি করে বক্স অফিসে হিট তো দিয়েছেন অক্ষয় কুমার ৷ এমনকী, বলিউডের নতুন ভারত কুমার নামেও আখ্যা দেওয়া হয় অক্ষয়কে ৷ এই সব নিয়েই বেশ কয়েক মাস ধরে গোটা বলিউডে জল্পনা চলছিল, অক্ষয় কুমার বুঝি রাজনীতিতে আসছেন ৷ তবে সম্প্রতি ট্যুইট করে অক্ষয় জানিয়েছেন, তিনি মোটেই রাজনীতিতে পা রাখতে চান না !

ঠিক এরই মাঝে ট্যুইটারে সামনে এল এক সাক্ষাৎকার, না অক্ষয় কুমারের নয়, বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎকার নিতেই দেখা গেল অক্ষয় কুমারকে ৷ লোকসভা ভোটের আবহে, এই সাক্ষাৎকার ইতিমধ্যেই নজর কেড়েছে ইন্টারনেট জগতে ৷

ট্যুইট করে অক্ষয় শেয়ার করেছেন এই সাক্ষাৎকারের কিছুটা অংশ ৷ আর লিখলেন, ‘গোটা দেশের মানুষের মুখে এখন লোকসভা ভোট নিয়েই আলোচনা ৷ এরই মাঝে শুদ্ধ হাওয়ার মতো এক অ-রাজনৈতিক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদি৷ ’

দেখুন অক্ষয়ের সেই ট্যুইট---

First published: April 23, 2019, 11:38 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर