#মুম্বই: সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ সারা আলি খান (Sara Ali Khan)। মাঝে মাঝেই বিভিন্ন জোকস বা ভিডিও পোস্ট করে অনুরাগীদের এন্টারটেইন করেন তিনি। এ বার অনুরাগীদের ছেড়ে বলিউডের খিলাড়িকে এন্টারটেইন করার চেষ্টা করলেন সারা। তার পর যা হল, তা হতে পারে বলে তিনি নিজেও ভাবেননি।
কখনও ভাইয়ের সঙ্গে ভিডিও করে, তো কখনও নিজে নিজেই একাধিক হাস্যকর জিনিস নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেন অভিনেত্রী। লেখেন ছোট ছোট কবিতাও। এ বার সেই শায়েরিই তিনি শোনালেন অক্ষয় কুমার (Akshay Kumar)-কে। যা শুনে খুবই বিরক্ত প্রকাশ করলেন তিনি। জানালেন, এর থেকে খারাপ শায়েরি তিনি আগে কখনও শোনেননি।
আনন্দ এল রাই (Anand L Rai)-র আতরঙ্গি রে (Atrangi Re) সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত সারা। তাঁর সঙ্গে এই সিনেমায় দেখা যাবে অক্ষয় ও ধনুষ (Dhanush)-কে। সিনেমার শ্যুটিং চলছে তাজমহলে। শ্যুটিংয়ের ফাঁকেই অক্ষয়ের সঙ্গে খুনসুটি করতে শুরু করেন সারা। তাঁকে শোনাতে থাকেন শায়েরি। যা শুনে অক্ষয় কুমার জানান, তিনি এমন খারাপ শায়েরি আগে কখনও শোনেননি। তার পর অবশ্য তিনি বলেন, যারা চেষ্টা করে, তারা কখনও হেরে যায় না। ফলে সারাকে চেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।
View this post on Instagram
সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম (Instagram)-এ পোস্ট করেন অভিনেত্রী। যাতে দেখা যায়, তিনি বলতে শুরু করেছেন, নমস্তে দর্শক। তার পর শুরু করেন শায়েরি। শায়েরি চলতে চলতেই তিনি অক্ষয় কুমারকে হাসতে বলেন। কিন্তু তাঁকে মুখে হাত দিয়ে, মাথা নিচু করে থাকতে দেখা যায়। তার পরই অক্ষয় বলেন, আপনারা দেখলেন, ইনি ছড়া বানানোর চেষ্টা করলেন, কিন্তু এর থেকে খারাপ ছড়া আজ পর্যন্ত হয়নি। কিন্তু যারা চেষ্টা করে, তারা হেরে যায় না, ফলে চেষ্টা চালিয়ে যাও। তার পর সারা হেসে তাজমহল দেখাতে শুরু করেন সবাইকে।
https://www.instagram.com/tv/CJEKKbFJ7p7/?utm_source=ig_embed
আনন্দ এল রাইয়ের আতরঙ্গী রে সিনেমাটি একটি ভিন্ন সংস্কৃতির প্রেমের গল্পের উপরে তৈরি হচ্ছে। এখানে সারা বিহারের একটি মেয়ের ভূমিকায় রয়েছেন। যিনি অক্ষয় ও ধনুষ দু'জনেরই সঙ্গেই রোম্যান্টিক সম্পর্কে জড়িয়ে পড়বেন। অক্ষয়কে শাহজাহানের অবতারে দেখা যাবে। আর সে জন্যই বর্তমানে এর শ্যুটিং চলছে আগ্রায়।
এই ভিডিওটিই নয়, এর আগেও সেট থেকে ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। যেখানে নবাবের বেশে দেখা গেছে অক্ষয়কে।