corona virus btn
corona virus btn
Loading

অসুস্থ টুইঙ্কল খান্না, নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলেন অক্ষয়!

অসুস্থ টুইঙ্কল খান্না, নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলেন অক্ষয়!

না, টুইঙ্কল খান্না করোনা ভাইরাসে আক্রান্ত নন ৷ আর সেটা তিনি নিজেই জানিয়েছেন স্পষ্ট ৷ হাসপাতালে যাওয়ার কারণ, তাঁর পা !

  • Share this:

#মুম্বই: না, টুইঙ্কল খান্না করোনা ভাইরাসে আক্রান্ত নন ৷ আর সেটা তিনি নিজেই জানিয়েছেন স্পষ্ট ৷ হাসপাতালে যাওয়ার কারণ, তাঁর পা !

এবার বরং বিশদে আসা যাক ৷ রবিবার সকালে নিজের ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেছিলেন টুইঙ্কল ৷ ছবিতে দেখা গিয়েছিল, টুইঙ্কলের পায়ের পাতায় ব্যান্ডেজ ! লিখেছিলেন তাঁর পায়ে লাগা আঘাতের কথা ৷ আর সেই পায়ের চেকআপের জন্যই লকডাউনের মধ্যেই হাসপাতালে যেতে বাধ্য হলেন টুইঙ্কল৷

নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন টুইঙ্কল ৷ যেখানে দেখা গিয়েছে, গাড়ির স্টিয়ারিং হাতে অক্ষয় কুমার ৷ মুখে মাস্ক ৷ তাঁর পাশের সিটেই বসে টুইঙ্কল ৷ জনমানব শূন্য রাস্তা ৷ সেই ফাঁকা রাস্তার মধ্যেই তুফান গতিতে গাড়ি চালাচ্ছেন অক্ষয় ৷

টুইঙ্কল পোস্টে আরও লিখলেন, তিনি সুস্থ আছেন ৷ সঙ্গে প্রশংসা করলেন নিজের স্বামী অক্ষয়েরও ৷

দেখুন সেই ভিডিও----

First published: March 30, 2020, 7:07 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर