• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • অসুস্থ টুইঙ্কল খান্না, নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলেন অক্ষয়!

অসুস্থ টুইঙ্কল খান্না, নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলেন অক্ষয়!

না, টুইঙ্কল খান্না করোনা ভাইরাসে আক্রান্ত নন ৷ আর সেটা তিনি নিজেই জানিয়েছেন স্পষ্ট ৷ হাসপাতালে যাওয়ার কারণ, তাঁর পা !

না, টুইঙ্কল খান্না করোনা ভাইরাসে আক্রান্ত নন ৷ আর সেটা তিনি নিজেই জানিয়েছেন স্পষ্ট ৷ হাসপাতালে যাওয়ার কারণ, তাঁর পা !

না, টুইঙ্কল খান্না করোনা ভাইরাসে আক্রান্ত নন ৷ আর সেটা তিনি নিজেই জানিয়েছেন স্পষ্ট ৷ হাসপাতালে যাওয়ার কারণ, তাঁর পা !

 • Share this:

  #মুম্বই: না, টুইঙ্কল খান্না করোনা ভাইরাসে আক্রান্ত নন ৷ আর সেটা তিনি নিজেই জানিয়েছেন স্পষ্ট ৷ হাসপাতালে যাওয়ার কারণ, তাঁর পা !

  এবার বরং বিশদে আসা যাক ৷ রবিবার সকালে নিজের ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেছিলেন টুইঙ্কল ৷ ছবিতে দেখা গিয়েছিল, টুইঙ্কলের পায়ের পাতায় ব্যান্ডেজ ! লিখেছিলেন তাঁর পায়ে লাগা আঘাতের কথা ৷ আর সেই পায়ের চেকআপের জন্যই লকডাউনের মধ্যেই হাসপাতালে যেতে বাধ্য হলেন টুইঙ্কল৷

  নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন টুইঙ্কল ৷ যেখানে দেখা গিয়েছে, গাড়ির স্টিয়ারিং হাতে অক্ষয় কুমার ৷ মুখে মাস্ক ৷ তাঁর পাশের সিটেই বসে টুইঙ্কল ৷ জনমানব শূন্য রাস্তা ৷ সেই ফাঁকা রাস্তার মধ্যেই তুফান গতিতে গাড়ি চালাচ্ছেন অক্ষয় ৷

  টুইঙ্কল পোস্টে আরও লিখলেন, তিনি সুস্থ আছেন ৷ সঙ্গে প্রশংসা করলেন নিজের স্বামী অক্ষয়েরও ৷

  দেখুন সেই ভিডিও----

  Published by:Akash Misra
  First published: