#মুম্বই:অতিমারীর মধ্যে আরও একটা দুঃসংবাদ ৷ মারা গেলেন বলিউড তারকা অজয় দেবগনের ভাই অনিল দেবগন ৷ মঙ্গলবার ট্যুইটারে নিজের ভাইয়ের মৃত্যুসংবাদ দেন অজয় ৷ তিনি লেখেন, ‘‘গতকাল রাতে আমি আমার ভাইকে হারিয়েছি ৷ ওঁর মৃত্যুতে আমাদের গোটা পরিবার এখন শোকস্তব্ধ ৷ ওঁকে মিস করব আমরা ৷ ওঁর আত্মার শান্তি কামনা করি ৷ এই অতিমারীর জন্যই কোনও শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি ৷ ’’
অজয় দেবগনের ভাই অনিল দেবগন ছিলেন একজন পরিচালক ৷ ‘রাজু চাচা’ এবং ‘ব্ল্যাকমেল’ - অজয় দেবগন অভিনীত এই দুটি ছবিরই পরিচালক ছিলেন অনিল ৷ তবে ভাইয়ের মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানাননি অজয় ৷
I lost my brother Anil Devgan last night. His untimely demise has left our family heartbroken. ADFF & I will miss his presence dearly. Pray for his soul. Due to the pandemic, we will not have a personal prayer meet🙏 pic.twitter.com/9tti0GX25S
এদিকে বলিউডের স্টার কিডরা যখন তখন সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হন ৷ এব্যাপারে বাদ যাননি অজয়-কাজলের মেয়ে নাইসাও ৷ কিছুদিন আগেই অজয় দেবগনের মেয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হন ৷ পোশাকের পাশাপাশি গায়ের রং নিয়েও ট্রোলের শিকার হতে হয়েছে বলিউডের তারকা দম্পতি অজয় দেবগন ও কাজলের মেয়ে নাইসাকে। অজয় দেবগন কিন্তু বরাবরই ফ্যামিলি ম্যান হিসাবে পরিচিত।
ভাই অনিলের সঙ্গে অজয় ৷ File Photo
চলতি বছরের প্রথম দিকে একটি বিয়ের আনুষ্ঠানে গিয়েছিল দেবগন পরিবার। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কাজল কন্যা সেখানে নীতা লুলার ডিজাইন করা পাউডার ব্লু লেহেঙ্গা পরা ছবি শেয়ার করেন। সেই লুকে বেশ ভালোই লেগেছিল কাজল কন্যাকে। কিন্তু সেই ছবি দেখে নেটিজেনরা তাঁকে অজয় দেবগনের কার্বন কপি বলে সমালোচনা শুরু করেন। নায়সার ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে ট্রোল শুরু হয়ে যায়। অনেকে তো তাঁকে কালো বলেও কটাক্ষ করেন। অনেকে লেখেন- 'বলিউডের বাচ্চারা হঠাৎ সাদা হয়ে গেছে।’ নায়সার অতিরিক্ত মেক-আপ লুক নিয়েও হাসাহাসি হয় ৷