corona virus btn
corona virus btn
Loading

এবার ছোটপর্দায় আসছেন বাবা রামদেব !

এবার ছোটপর্দায় আসছেন বাবা রামদেব !

কীভাবে বাবা রামদেব হয়ে উঠলেন জনপ্রিয় ৷ কীভাবে উত্থান হল তাঁর ৷ যোগবাবা রামদেবকে নিয়ে কৌতুহল প্রচুর ৷

  • Share this:

#মুম্বই: কীভাবে বাবা রামদেব হয়ে উঠলেন জনপ্রিয় ৷ কীভাবে উত্থান হল তাঁর ৷ যোগবাবা রামদেবকে নিয়ে কৌতুহল প্রচুর ৷ আর সেই কৌতুহল মেটানোর দায়িত্ব নিয়ে ফেললেন অজয় দেবগণ ৷ পরিচালক অভিনব শুক্লাকে সঙ্গে নিয়ে এবার ছোটপর্দায় আসতে চলেছে বাবা রামদেবের বায়োগ্রাফি ! সিরিজের নাম ‘স্বামী রামদেব দ্য আনটোল্ড স্টোরি’ ৷

জানা গিয়েছে, এই বছরের শেষ মাস থেকেই শ্যুটিং শুরু হবে বাবা রামদেবের জীবনী নিয়ে টিভি সিরিজ ৷ শোনা গিয়েছে, শুধু প্রযোজক হিসেবেই নয়, এই ছবিতে নাকি রামদেবের চরিত্রে দেখা যাবে অজয় দেবগণকে ৷ তবে এ ব্যাপারে কোনও ধরণের সঠিক খবর পাওয়া যায়নি ৷ পুরোটাই গুঞ্জন ৷ সবে শুরু হয়েছে এই সিরিজ সংক্রান্ত প্রাথমিক কথাবার্তা৷

আপাতত, অজয় দেবগণ ব্যস্ত মিলন লুথরিয়ার ছবি ‘বাদশাহ’-এর প্রচারে ৷ এর মাঝেই শ্যুটিং শুরু রোহিত শেট্টির ‘গোলমাল ফোর’-এর ৷

First published: June 15, 2017, 6:24 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर