• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • বাবা বীরু দেবগনকে খুব মনে পড়ছে অজয়ের, প্রথম মৃত্যু বার্ষিকীতে হৃদয় ছোঁয়া পোস্ট ছেলের

বাবা বীরু দেবগনকে খুব মনে পড়ছে অজয়ের, প্রথম মৃত্যু বার্ষিকীতে হৃদয় ছোঁয়া পোস্ট ছেলের

বাবা বীরু দেবগনের সঙ্গে অজয় দেবগন ৷ ফাইল ছবি ৷

বাবা বীরু দেবগনের সঙ্গে অজয় দেবগন ৷ ফাইল ছবি ৷

আজও যেন প্রতি মুহূর্তেই বাবা তাঁরই পাশে আছেন, মনে করেন অজয় দেবগন

 • Share this:

  #মুম্বই: বলিউড স্টার অজয় দেবগন বাবার প্রথম প্রয়াণ দিবসে বাবাকে খুব মিস করছেন ৷ গত বছর ঠিক আজকের দিনেই অজয় দেবগনের বাবা বীরু দেবগন প্রয়াত হয়েছিলেন ৷ বীরু দেবগন অত্যন্ত জনপ্রিয় অ্যাকশন ডিরেক্টর ছিলেন ৷ গোটা ইন্ডাস্ট্রি জুড়েই তাঁর ব্যাপ্তি ছিল ৷ বাবার প্রথম মৃত্যু বার্ষিকীতে বেশ কিছু না দেখা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অজয় ৷ বেশ কিছু ছবির কোলাজ শেয়ার করে লিখেছেন 'ডিয়ার বাবা, এক বছর আগে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো, কিন্তু সব সময়েই তোমাকে আমার পাশে অনুভব করি আমি, সদা কেয়ারিং ও সক্রিয় মানুষটি সব সময়েই আমাকে যেন আমার পাশে, তোমার উপস্থিতি সব সময়েই আমাকে বাড়তি অনুভূতি যোগায়৷'

  ২০১৯ সালের ২৭ মে বীরু দেবগন সকালে কার্ডিয়াক অ্যারেস্টে প্রয়াত হয়েছিলেন ৷ মাত্র ১৮ বছর বয়সে অজয় দেবগন নায়ক হিসাবে বলিউডে পা রেখেছিলেন, মধুর সঙ্গে তাঁর ফুল অউর কাঁটে ছবিটি সুপারহিট হয়েছিল ৷ বীরু দেবগন মুম্বইয়ে এসেছিলেন স্টার হতে কিন্তু সেই স্বপ্নপূরণ হয়নি ৷ অভিনেতার বদলে হয়েছিলেন অ্যাকশন ডিরেক্টর ৷ এরপরেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ছেলে অজয় দেবগন যাতে বলিউডের সুপারস্টার হতে পারেন সেই চেষ্টাই করবেন ৷ ফুল অউর কাঁটের অ্যাকশন ডিরেক্টর ছিলেন বীরু দেবগন এরপর থেকেই বাবা ছেলের জুটিতে বলিউডে নির্মিত হয়েছিল কিছু ছবি ৷

  ১৯৮১ সালে ক্রান্তি ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন অজয়, ১৯৯৯ সালে হিন্দুস্তান কী কসমেও একসঙ্গে কাজ করেছিলেন বীরু ও অজয় ৷ বর্তমানে ভুজ দ্য প্রাইড ছবির প্রস্তুতিতে অজয়, করোনা ভাইরাসের কারণে ছবির শ্যুটিং বন্ধ হয়েছিল, তানাজিতে অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল ৷শুধুই তানাজিই নয় বলিউডে অজয় দেবগনের ছবির তালিকা বারেবারে মুগ্ধ করে ভক্তদের ৷

  Published by:Arjun Neogi
  First published: