Home /News /entertainment /
আমার সঙ্গে যা ঘটেছে মেয়ের সঙ্গে তা হতে দেব না ! ভিডিওতে জানালেন ঐশ্বর্য !

আমার সঙ্গে যা ঘটেছে মেয়ের সঙ্গে তা হতে দেব না ! ভিডিওতে জানালেন ঐশ্বর্য !

শিরোনাম পড়ে চমকে উঠবেন না ৷ গোটা ব্যাপারটাই একেবারে ফিল্মি ৷ আসলে এক হলিউডি ছবিতে ভয়েস ওভার দিতে গিয়েই ঐশ্বর্য বলে ফেলেছেন একথা ৷

 • Share this:

  #মুম্বই: শিরোনাম পড়ে চমকে উঠবেন না ৷ গোটা ব্যাপারটাই একেবারে ফিল্মি ৷ আসলে এক হলিউডি ছবিতে ভয়েস ওভার দিতে গিয়েই ঐশ্বর্য বলে ফেলেছেন একথা ৷ এমনিতে ঐশ্বর্য-আরাধ্যা বচ্চন পরিবারে সুখেই আছেন৷

  গপ্পোটা হল, হলিউড ছবি ‘ম্যালফিসেন্ট’-এ এবার দেখা যাবে ঐশ্বর্য রাইকে ৷ না, অভিনয় করবেন না, বরং পর্দার পিছনে থেকে ‘ম্যালফিসেন্ট’-এর হিন্দি ভার্সানে কণ্ঠ দিচ্ছেন ঐশ্বর্য ৷ ইতিমধ্যেই ছবির ট্রেলারে তা নজর কেড়েছে সবার ৷

  হলিউডে ছবিতে এর আগেও কাজ করেছেন ঐশ্বর্য ৷ তবে কণ্ঠ দেওয়ার ব্যাপারটা তাঁর কাছে একদম প্রথম৷

  দেখুন সেই ট্রেলার---

  First published:

  Tags: Aaishwarya rai, Bollywood, Hollywood

  পরবর্তী খবর