• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ‘ ছবি তুলবেন না, একটু সম্মান দেখান প্লিজ!’ পাপারাৎজিদের একহাত নিলেন ঐশ্বর্য

‘ ছবি তুলবেন না, একটু সম্মান দেখান প্লিজ!’ পাপারাৎজিদের একহাত নিলেন ঐশ্বর্য

Twitter

Twitter

কিছুদিন আগে ঐশ্বর্যের ছবি তোলায় পাপারাৎজিদের একহাত নিয়েছিলেন অভিষেক বচ্চন ৷

 • Share this:

  #মুম্বই: কিছুদিন আগে ঐশ্বর্যের ছবি তোলায় পাপারাৎজিদের একহাত নিয়েছিলেন অভিষেক বচ্চন ৷ এমনকী, পাপারাৎজিদের হাত থেকে ক্যামেরা টেনে নিয়ে সে ছবি ডিলিট করার হুমকিও দিয়েছিলেন অভিষেক ৷ আর এবার অভিষেক নয়, বরং ঐশ্বর্য রাই বচ্চনই পাপারাৎজিদের ওপর চড়াও হলেন ছবি তোলার জন্য৷

  সম্প্রতি প্রয়াত ঐশ্বর্য রাই বচ্চনের পিতার স্মৃতিতে একটি চ্যারিটি অনুষ্ঠানের ব্যবস্থা করেছিলেন জুনিয়ার বচ্চন ঘরণী ৷ আর সেখানেই পাপারৎজিরা একের পর এক ছবি তুলতে থাকলে রীতিমতো ক্ষেপে যান ঐশ্বর্য ৷ সোজাসুজি ফটোগ্রাফারদের ঐশ্বর্য জানিয়ে দেন ফটো তোলা বন্ধ করুন !

  ঐশ্বর্য বলেন, ‘এটা ছবির প্রিমিয়ার নয়, একটু অন্যরকম অনুষ্ঠান ৷ দয়া করে এখানে বার বার ছবি তুলবেন না ৷ একটু সম্মান দেখান এই অনুষ্ঠানকে৷ ’

  First published: