#মুম্বই: যেমন মা তাঁর তেমনি মেয়ে ৷ ছোটো থেকেই একেবারে তৈরি ৷ পাপারাৎজিকে দেখে সোজা বলে উঠল আরাধ্যা, ‘একদম ছবি নয় ! বলে দিলাম কিন্তু ৷’
কান চলচ্চিত্র উৎসবে মেয়ে আরাধ্যাকে নিয়ে হাজির হয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন ৷ মা একের পর এক পোশাক পরে নজর কাড়ছেন ৷ নানা পোজ দিয়ে ছবিও তুলছেন ৷ তবে মেয়ে আরাধ্যা কিন্তু শুধুমাত্র বসে বসেই দেখছেন না ৷ সঙ্গে নিজেও পোজ দিচ্ছেন ক্যামেরার দিকে ৷ পোশাকও পরছেন মায়ের মতোই ৷ কিন্তু যেই না কেউ ছবি তুলতে আসছেন, তখনই সোজা মানা !
সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে সংবাদ মাধ্যমকে বলতে গিয়ে, নিজের কথা কম, মেয়ের কথাই সবচেয়ে বেশি বললেন ঐশ্বর্য ৷ তাঁর কথায়, ‘আরাধ্যা ছোটো থেকেই নিজে নিজেই সব জেনে গিয়েছে, ওর এই ব্যাপারটায় আমি অবাক হই ৷ আমাকে প্রশ্নও করে আরাধ্যা ৷ আর কেউ যদি সেলফি তুলত আসে, তখন তাঁদের আরাধ্যা বলে, আমি নই মায়ের সঙ্গে ছবি তোলো ! আরাধ্যার এই ব্যাপারটা ভীষণ সুইট ৷ ’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।