হোম /খবর /বিনোদন /
সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় আজই বড় সত্য প্রকাশ্যে আসতে চলেছে!

আত্মহত্যা না হত্যা! সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় আজই বড় সত্য প্রকাশ্যে আসতে চলেছে!

সুশান্ত সিং রাজপুত ৷ ফাইল ছবি ৷

সুশান্ত সিং রাজপুত ৷ ফাইল ছবি ৷

ক্রমশই বাড়ছে রহস্য রোমাঞ্চ!

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে ড্রাগ চক্রের এক হদিশ পাওয়া গিয়েছে ৷ এরপরেই এনসিবির দল শুক্রবার সকালে রিয়া চক্রবর্তী ও স্যামুয়েল মিরান্ডার ঘরে একসঙ্গে হানা দিয়েছে ৷ যেখানে রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী ও স্যামুয়েল মিরান্ডাকে গ্রেফতার করেছে ৷ এই মামলায় শুক্রবার সবাইর নজর রয়েছে কেননা ৷

এইমসের রিপোর্টে জানতে পারা যাবে সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন না তাঁকে হত্যা করা হয়েছে ৷ সুশান্তের শুধুই পরিবারই নয় তাঁর ভক্তরা অধীর আগ্রহে রিপোর্টের অপেক্ষা করছে ৷ অন্য এক তদন্তকারী সংস্থা সুশান্তের ময়না তদন্তের রিপোর্টের তদন্ত করছে ৷ সিবিআই সুশান্তে সিং রাজপুতের ময়না তদন্তের রিপোর্টের ফের তদন্ত করতে চারজন চিকিৎসকের একটি দল গঠন করেছে ৷ সেই দলই সুশান্তের রিপোর্টের বিস্তারিত তদন্ত করবে ৷

সুশান্তের মৃত্যুর পরে তাঁর যে ছবি ভাইরাল হয়েছিল সেই ছবিতেই নানান প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহল থেকে দাবিও উঠেছিল যে সুশান্তকে হত্যা করা হয়েছে এরপরেই সিবিআই এই পদক্ষেপ করেছে, AIIMS এর ফরেন্সিক বিভাগের প্রধান সুধীর গুপ্তের নেতৃত্বে একটি দল গঠন করা হয়েছে ৷ জানতে পারা গিয়েছে এই দলের তদন্ত শেষ হয়েছে, আজই বিস্তারিত রিপোর্ট আসবে প্রকাশ্যে ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Sudhant Singh Rajput