#মু্ম্বই: ক্রমেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য আরও জোরালো হচ্ছে ৷ একযোগে তদন্ত করছে সিবিআই, ইডি ও এনসিবি ৷ ইতিমধ্যেই নিষিদ্ধ ড্রাগ সংযোগে গ্রেফতার হয়েছেন রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডা, গ্রেফতার হয়েছেন পরিচারকও ৷ সুশান্তের আত্মহত্যার তত্ত্বে প্রবল সন্দেহ রযেছে AIIMS-এর বিশেষজ্ঞ দলের ৷
তিন বিশেষজ্ঞ চিকিৎসকের দল ময়না তদন্তকারী চিকিৎসককে প্রশ্ন করেছেন ৷ সূত্রের খবর সুশান্তের গলায় বেশ খানিকটা জখম AIIMS-এর চিকিৎসকদের সন্দেহ আরও গাঢ় হয়েছে ৷ বিশেষজ্ঞরা মনে করেন যদি কেউ ফাঁসি দেন সেক্ষেত্রে গলায় একটা কোণ বরাবর দাগ পড়ে যায় ৷ ঘাড়ের নীচের দিকটায় করে গভীর চোট লাগে ৷
এই কারণেই AIIMS-এর চিকিৎসকেরা বেশ কয়েকবার ময়না তদন্ত করা চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করেছেন ৷ সুশান্তের মৃত্যু নিয়ে যে যে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ময়না তদন্তকারী চিকিৎসকদের সেটি হল - তাঁদেরকে জানতে চাওয়া হয়েছে এই বিষয়ে তাঁদের রায় কী? গলা টিপে সুশান্তকে খুন করা হয়নি এই দাবি খারিজ করা হচ্ছে কেন? কী করে ময়না তদন্তকারী চিকিৎসকেরা দাবি করছেন গলায় ফাঁস দেওয়া হয়েছিল শুধুই জামার দড়ি দিয়ে?
চিকিৎসক দলটি মিল্লবর, আদর্শ কুমার ও অভিষেক যাদব এই তিন সদস্যের AIIMS-এর চিকিৎসকেরা গত ৪ সেপ্টেম্বর মুম্বইয়ে গিয়েছিলেন সুশান্তের তদন্তের কারণেই ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: AIIMS