হোম /খবর /বিনোদন /
একটা 'অপরাধ', শেষ হয়ে যায় শাইনির কেরিয়ার! বলিউডে খুঁজে পাওয়া যায়নি আর...

Bollywood Gossip | SHINEY AHUJA: একটা 'অপরাধ', শেষ হয়ে গিয়েছিল শাইনি আহুজার কেরিয়ার! আর খুঁজে পাওয়া যায়নি 'গ্যাংস্টার'কে

শেষ হয়ে গিয়েছিল শাইনির কেরিয়ার

শেষ হয়ে গিয়েছিল শাইনির কেরিয়ার

ইন্ডাস্ট্রি থেকে আপাতত অনেক দূরে শাইনি। নিজেকে এখনও পর্যন্ত আড়ালেই রেখেছেন অভিনেতা।

  • Share this:

কলকাতা: বলিউডের কেরিয়ার টিকিয়ে রাখা  বড়ই অদ্ভুত এক বিষয়৷ কোন হিসাবে যে অঙ্ক মেলে, তা বলতে পারে না কেউ৷ কেউ অপরাধ করে বুক ফুলিয়ে ঘুরে বেড়ান৷ কারও আবার থেমে যায় সাফল্যের চাকা৷ তেমনই একজন শাইনি আহুদা৷

বলিউডের বিভিন্ন ছবি নিজের সময়ের থেকে অনেক এগিয়েছিল৷ যা দেখে রীতিমতো চমকে উঠেছিল দর্শক৷ সেলুলয়েডে একেবারে হিল্লোল তুলে দিয়েছিল এমন অনেক ছবিতেই অভিনয় করেছিলেন শাইনি আহুজা৷ ২০০৫ সালে ‘হাজারো খোয়াইশে অ্যায়সি ভি’ ছবি দিয়ে হাতেখড়ি হয়েছিল শাইনির। বিনোদ পান্ডের ছবি  সিনস ৷ এই ছবিতে অভিনয় করেছিলেন শাইনি আহুজা, শিমি রহমানি, বিনোদ পান্ডে ৷ পর্নগ্রাফি নয় কিন্তু এরোটিকার চরম নিদর্শন এই ছবি ৷ প্রধান নারীচরিত্র একাধিক টপলেস সিনে তঅভিনয় সকলকে অবাক করে দিয়েছিল ৷ তবে ‘গ্যাংস্টার’ ছবির হাত ধরে কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছিলেন অভিনেতা।

এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি শাইনিকে। প্রথম সারির অভিনেতাদের তালিকায় নিজেকে শামিল করেন তিনি। দর্শকমহলেও তাঁর জনপ্রিয়তা ছিল দেখার মতো। বলিউডে শাইনির পথ ক্রমশ মসৃণ হয়ে যেতে থাকে। ‘লাইফ ইন আ মেট্রো’, ‘ভুল ভুলাইয়া’র মতো ছবি এসে পড়ে তাঁর ঝুলিতে।
Published by:Rachana Majumder
First published:

Tags: Bollywood actor, Bollywood Gossip