কলকাতা: বলিউডের কেরিয়ার টিকিয়ে রাখা বড়ই অদ্ভুত এক বিষয়৷ কোন হিসাবে যে অঙ্ক মেলে, তা বলতে পারে না কেউ৷ কেউ অপরাধ করে বুক ফুলিয়ে ঘুরে বেড়ান৷ কারও আবার থেমে যায় সাফল্যের চাকা৷ তেমনই একজন শাইনি আহুদা৷
বলিউডের বিভিন্ন ছবি নিজের সময়ের থেকে অনেক এগিয়েছিল৷ যা দেখে রীতিমতো চমকে উঠেছিল দর্শক৷ সেলুলয়েডে একেবারে হিল্লোল তুলে দিয়েছিল এমন অনেক ছবিতেই অভিনয় করেছিলেন শাইনি আহুজা৷ ২০০৫ সালে ‘হাজারো খোয়াইশে অ্যায়সি ভি’ ছবি দিয়ে হাতেখড়ি হয়েছিল শাইনির। বিনোদ পান্ডের ছবি সিনস ৷ এই ছবিতে অভিনয় করেছিলেন শাইনি আহুজা, শিমি রহমানি, বিনোদ পান্ডে ৷ পর্নগ্রাফি নয় কিন্তু এরোটিকার চরম নিদর্শন এই ছবি ৷ প্রধান নারীচরিত্র একাধিক টপলেস সিনে তঅভিনয় সকলকে অবাক করে দিয়েছিল ৷ তবে ‘গ্যাংস্টার’ ছবির হাত ধরে কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছিলেন অভিনেতা।
কিন্তু সেই সুখের দিন টেকেনি বেশিক্ষণ৷ সাফল্যের চৃড়ায় থাকার সময়ে বিতর্ক ঘিরে ধরে শাইনিকে। পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হন অভিনেতা। শুধু তাই নয়। শাইনির বিরুদ্ধে অভিযোগ ছিল যে, ধর্ষণ করার পর তিনি সেই পরিচারিকাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। সাত বছরের কারাদণ্ড হয় অভিনেতার। মাস কয়েক জেল খাটতে হয় তাঁকে। পরে অবশ্য পরিচারিকা ধর্ষণের অভিযোগ অস্বীকার করেন। যদিও তা নিয়েও প্রশ্ন ওঠে। মুক্তি পেয়ে নিজেকে চার দেওয়ালের ঘেরাটোপে রেখেছিলেন শাইনি। বড় পর্দাতেও বিশেষ কাজ করেননি আর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood actor, Bollywood Gossip