corona virus btn
corona virus btn
Loading

হঠাৎ ‘কনুই মারা’ শেখাচ্ছেন কেন তাপসী পান্নু?

হঠাৎ ‘কনুই মারা’ শেখাচ্ছেন কেন তাপসী পান্নু?

ভাবছেন এ আবার কেমন শিরোনাম? ভাবছেন মার্জিত শব্দচয়ন নয় কেন?

  • Share this:

#মুম্বই: ভাবছেন এ আবার কেমন শিরোনাম? ভাবছেন মার্জিত শব্দচয়ন নয় কেন? তবে বলিউডের অভিনেত্রী তাপসী পান্নু মনে করছেন, কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয়৷ নিজের আত্মরক্ষায় নিজেকই এগিয়ে আসতে হয় ৷ তাই তো তাপসী পান্নু এবার সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ৷ আর তাপসী হ্যাশট্যাগ হল ‘কনুই মার’ !

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক ৷ তাপসী পান্নু অভিনীত ‘পিঙ্ক’ ছবিতে নারী স্বাধীনতা, আত্মরক্ষা, প্রতিবাদ ঝড় তুলেছিল বলিউডে ৷ তারপর থেকেই মেয়েদেক সম্মান রক্ষার্থে বার বার মুখ খুলতে দেখা গিয়েছে তাপসীকে ৷ তবে এবার মুখ খোলা নয়, বরং আত্মরক্ষার নতুন কায়দা শেখালেন তাপসী ৷ সঙ্গে অভিনেতা অক্ষয় কুমার !

ট্যুইটারে এমনই এক ভিডিও আপলোড করেছেন তাপসী ৷ যেখানে দেখা গিয়েছে, অক্ষয় কুমারকে ক্যারাটের প্যাঁচে কুপোকাত করছেন তাপসী ৷ নারীদের আত্মরক্ষার জন্য এরকমই কনু্ইয়ের প্যাঁচ শেখালেন তাপসী পান্নু!

First published: March 7, 2017, 3:23 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर